শিরোনাম
◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে ◈ ফজরের পর আম বয়ানে টঙ্গীতে জোড় ইজতেমা শুরু, আখেরি মোনাজাত ২ ডিসেম্বর

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৭:৪৮ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিলেন জুলিও

নিজস্ব প্রতিবেদক : গতকাল বিকালে বাংলাদেশে এসেছিলেন ব্রাজিলের সাবেক কিংবদন্তি জুলিও সিজার। আজ বৃহস্পতিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ব্রাজিলের কিংবদন্তি গোলরক্ষক জুলিও সিজার।

দুই দিনের সফরে আসা এই ফুটবলার বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে পৌঁছালে তাকে স্বাগত জানান বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার ছেলে এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

বাফুফের আমন্ত্রণে সাড়া দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় এসেছেন ইন্টার মিলানের সাবেক এই তারকা।

জাদুঘর পরিদর্শন শেষে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন প্রথমবারের মতো বাংলাদেশে আসা জুলিও সিজার। দুপুরে বাফুফে ভবনে ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য এবং স্বাধীনবাংলা ফুটবল দলের সঙ্গে ফটোসেশনে অংশ নেবেন জুলিও।

বিকেলে গণমাধ্যমের সঙ্গে মুখোমুখি হবার কথা রয়েছে এই তারকা গোলরক্ষকের। এর পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে হাজির হবেন তিনি। এসময় বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশ-বুরুন্দির দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচে উপস্থিত থাকবেন ৪০ বছর বয়সী জুলিও।

চলমান এই ৬ জাতীর আন্তর্জাতিক টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ হিসেবে বুধবার ঢাকায় পৌঁছান ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ খেলা এই গোলরক্ষক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়