ডেস্ক নিউজ: বুধবার ভোরে টাঙ্গাইলের ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টোলপ্লাজা এলাকায় এবং কালিহাতীর কামাক্ষামোড় এলাকায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।
পুলিশ জানায়, ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর কামাক্ষামোড়ে দুই গাড়ীর সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ১৫ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে টোলপ্লাজা এলাকায় উত্তরবঙ্গগামী একটি গাড়ী অপর একটি গাড়ীকে ওভারটেক করতে গেলে সংঘর্ষে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়।
এছাড়াও, বঙ্গবন্ধু সেতু এলাকায় ঘনকুয়াশার কারনে পরপর প্রায় দশটি বাস-ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত দশজন আহত হয়েছে। ঘনকুয়াশা ও সড়ক দুর্ঘটনার কারনে যান চলাচল বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। সম্পাদনা: জেরিন