শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার আসছে সৌমিত্রের বায়োপিক ‘অভিযান’

মুসফিরাহ হাবীব : সদ্যই ৮৬ তে পা দিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভারতীয় বাঙালি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তার জন্মদিন ছিল ১৯ জানুয়ারি। সেদিনই দেয়া হয়েছে তার বায়োপিকের ঘোষণা। ছবির নাম ‘অভিযান।’ সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন যিশু সেনগুপ্ত।

পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালনা করতে চলেছেন সৌমিত্রর ওই বায়োপিক। সোমবার সোশ্যাল মিডিয়ায় ছবির নাম ঘোষণা করেন তিনিই। এতো বড় মাপের অভিনেতার দীর্ঘ অভিনয় জীবন যখন পর্দায় উঠে আসবে, তখন তার সঙ্গে উঠে আসবে আরও অনেক উল্লেখযোগ্য ব্যক্তিত্বের সঙ্গে সৌমিত্রর সখ্য, অভিনয় জীবন। সৌমিত্রের অল্প বয়সের ভূমিকায় যিশু অভিনয় করলেও পরিণত বয়সের চরিত্রে অবশ্য সৌমিত্র নিজেই অভিনয় করবেন।

আর সৌমিত্রর বায়োপিক মানেই সেখানে সত্যজিৎ রায় আসবেনই। কারণ, সৌমিত্র চট্টোপাধ্যায়-এর সর্বপ্রথম কাজই ছিল প্রখ্যাত চলচিত্র নির্মাতা সত্যজিৎ রায়-এর ‘অপুর সংসার’ ছবিতে যা ১৯৫৯ খ্রিষ্টাব্দে নির্মিত হয়েছিল। সেখান থেকেই সৌমিত্রকে হয়ে উঠেছেন বাঙালির অপু। তাই তার বায়োপিকে আসা সত্যজিতের চরিত্রে দেখা যাবে পরিচালক কিউকে। সত্যজিৎ রায়ের সঙ্গে কিউয়ের চেহারার সাদৃশ্য আছে বলেই মত পরমব্রতের।

ছবির দু’টি দৃশ্যে দেখা যাবে সুচিত্রা সেনকেও। পাওলি দাম থাকবেন সুচিত্রার ভূমিকায়। সৌমিত্রের জীবনের তিন-চারটি অধ্যায় দেখানো হবে ছবিতে। অভিনেতার মধ্য কুড়ি থেকে শুরু করে মধ্য পঞ্চাশ পর্যন্ত। দুটো পর্বে শুটিং হবে। প্রথম ভাগ ফেব্রুয়ারির শুরুতে হবে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়