শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার আসছে সৌমিত্রের বায়োপিক ‘অভিযান’

মুসফিরাহ হাবীব : সদ্যই ৮৬ তে পা দিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভারতীয় বাঙালি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তার জন্মদিন ছিল ১৯ জানুয়ারি। সেদিনই দেয়া হয়েছে তার বায়োপিকের ঘোষণা। ছবির নাম ‘অভিযান।’ সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন যিশু সেনগুপ্ত।

পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালনা করতে চলেছেন সৌমিত্রর ওই বায়োপিক। সোমবার সোশ্যাল মিডিয়ায় ছবির নাম ঘোষণা করেন তিনিই। এতো বড় মাপের অভিনেতার দীর্ঘ অভিনয় জীবন যখন পর্দায় উঠে আসবে, তখন তার সঙ্গে উঠে আসবে আরও অনেক উল্লেখযোগ্য ব্যক্তিত্বের সঙ্গে সৌমিত্রর সখ্য, অভিনয় জীবন। সৌমিত্রের অল্প বয়সের ভূমিকায় যিশু অভিনয় করলেও পরিণত বয়সের চরিত্রে অবশ্য সৌমিত্র নিজেই অভিনয় করবেন।

আর সৌমিত্রর বায়োপিক মানেই সেখানে সত্যজিৎ রায় আসবেনই। কারণ, সৌমিত্র চট্টোপাধ্যায়-এর সর্বপ্রথম কাজই ছিল প্রখ্যাত চলচিত্র নির্মাতা সত্যজিৎ রায়-এর ‘অপুর সংসার’ ছবিতে যা ১৯৫৯ খ্রিষ্টাব্দে নির্মিত হয়েছিল। সেখান থেকেই সৌমিত্রকে হয়ে উঠেছেন বাঙালির অপু। তাই তার বায়োপিকে আসা সত্যজিতের চরিত্রে দেখা যাবে পরিচালক কিউকে। সত্যজিৎ রায়ের সঙ্গে কিউয়ের চেহারার সাদৃশ্য আছে বলেই মত পরমব্রতের।

ছবির দু’টি দৃশ্যে দেখা যাবে সুচিত্রা সেনকেও। পাওলি দাম থাকবেন সুচিত্রার ভূমিকায়। সৌমিত্রের জীবনের তিন-চারটি অধ্যায় দেখানো হবে ছবিতে। অভিনেতার মধ্য কুড়ি থেকে শুরু করে মধ্য পঞ্চাশ পর্যন্ত। দুটো পর্বে শুটিং হবে। প্রথম ভাগ ফেব্রুয়ারির শুরুতে হবে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়