শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৫:৩২ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরাঙ্গীরচরে কিশোরীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার

মাসুদ আলম, মামুন খান : বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা থেকে ধর্ষক আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাকে আদালতে তোলা হবে।

কামরাঙ্গীরচর এলাকায় আবুল হোসেন নামে এক মুরগি ব্যবসায়ী মহাজনের কাছ থেকে ৬ হাজার টাকা ধার নেয় ওই কিশোরীর বাবা লিটন। আবুল হোসেনের দোকানে চাকরি করতো লিটন,পাশাপাশি ভ্যান চালাতো। টাকা শোধ না করতে পারায় মেয়েকে তার হাতে তুলে দেয়। ওই মহাজন মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেছে। গত ১১ জানুয়ারি ওই কিশোরী ধর্ষণের শিকার হলে এক প্রতিবেশী নারীকে ঘটনাটি জানায়। ওই প্রতিবেশী ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানালে মঙ্গলবার রাতে কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। লিটনকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে লিটন কারাগারে আছে।

কিশোরী তার বাবার সঙ্গে কামরাঙ্গীরচর এলাকায় থাকেন। আবুল ওই কিশোরীর সঙ্গে শারিরীক সম্পর্ক গড়ার প্রস্তাব দিলে লিটন রাজি হন। মেয়েটি রাজি না হওয়ায় লিটন তাকে মারধর করতো। কখনও কখনও ঘুমের ওষুধ খাইয়ে ওই মহাজনের কাছে দেয়া হতো মেয়েটিকে। এ ঘটনায় এক প্রতিবেশি বাদী হয়ে লিটন ও আবুল হোসেনকে আসামি করে মামলা করেন।

কামরাঙ্গীরচর থানার ওসি মশিউর রহমান বলেন, ভিকটিমের বাবা ২০১৯ সালে আবুলের কাছ থেকে টাকা নিয়েছিলো। মেয়েটির মা বিদেশে থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়