শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০, ০৬:২৪ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২০, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূবাইলে যুবলীগ নেতার বিরুদ্ধে কলেজ ছাত্রী অপহরণের অভিযোগ

যুগান্তর : গাজীপুরের পূবাইলে কলেজ ছাত্রীকে অপহরণ করে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে স্থানীয় যুবলীগ নেতার শুক্কুর আলী বুলুর বিরুদ্ধে।

গাজীপুরের কালীগঞ্জ থেকে অপহরণ করা ওই ছাত্রীকে পূবাইলের সুটিংস্পট এলাকা বাড়ইবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

টঙ্গী সরকারি কলেজের ওই ছাত্রীকে বুধবার রাত ৮টায় পূবাইল থানার ৪১নং ওয়ার্ডের বাড়ইবাড়ি গিন্নীরটেক এলাকা থেকে জনতা উদ্ধার করে।

এ সময় ধাওয়া খেয়ে কালীগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি শুক্কুর আলী বুলু(৩২) মোটর সাইকেলে করে পালিয়ে যায়।

তিনি কালীগঞ্জ পৌরসভার বালিগাঁও এলাকার মৃত আবদুল আলীর ছেলে।

পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, নারী ও শিশু নির্যাতন আইনে অপহরণ, শ্লীলতাহানির অভিযোগে শুক্কুর আলী ও তার সহযোগী আলীকে আসামি করে অপহৃত ওই ছাত্রী বুধবার বিকেলে পূবাইল থানায় একটি মামলা করেছেন।

অপহৃত ওই ছাত্রী যুগান্তরকে বলেন, আমার ভাইয়ের মামলার তদবির করতে স্থানীয় এমপির সঙ্গে দেখা করাবে বলে মোটর সাইকেলে তুলে নিয়ে পূবাইলের ওই এলাকায় একটি সুটিংস্পটের গেইট খুলে ভিতরে ঢুকার সময় পিছন থেকে নেমে দৌড়ে চিৎকার দিলে জনতা আমাকে উদ্ধার করে পুলিশ খবর দেয়।

ওই সময় শুক্কুরকে মোবাইলে বলতে শুনেছি আলী গেইট খোল। খবর পেয়ে পূবাইল থানার পুলিশ আমাকে থানায় নিয়ে আসেন।

মামলা না করার জন্য কালীগঞ্জের অনেকে নেতাই থানায় এসে আমাকে হুমকি-ধমকি দিয়েছে। বিষয়টি পুলিশকে জানিয়েছি। আমার মা-বাপ নেই। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

যুবলীগ নেতা শুক্কুর আলী বুলুর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান- মেয়েটির কোন থাকার জায়গা নেই বলে আমাকে জানালে আমি রাতে মোটর সাইকেলে পূবাইলের শাহীন সুটিংস্পটে একটি রুম ভাড়া করে সেখানে রেখে আসতে গিয়েছিলাম।

মেয়েটি গেইটের সামনে থেকে দৌড়ে পালালে আমিও চলে আসি। আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়