ওবায়দুল হক মানিক, আমিরাত প্রতিনিধি : রোববার (১২ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে আবুধাবি আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১২ই জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে আবুধাবির সময় রাত ১০টা ৪৫ মিনিটে তিনি আবুধাবি পৌঁছাবেন। ‘আবুধাবি সাসটেইনেবিলিটি সপ্তাহে’ অংশ নিতে প্রধানমন্ত্রী তিন দিনের জন্য আবুধাবি সফর করবেন।
আগামী ১৪ জানুয়ারি বিকেল ৫টায় তার আবুধাবি ত্যাগ করার কথা রয়েছে। সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী, জ্বালানিমন্ত্রী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর আমিরাত সফরের সম্ভাবনা রয়েছে। সম্পাদনা : মিনহাজুল আবেদীন