শিরোনাম
◈ একমাত্র বিদেশি সামরিক ঘাঁটি থেকে গোপনে কেন সৈন্য সরালো ভারত? ◈ রাজনাথ সিংয়ের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া ঢাকার: ‘অযথার্থ ও কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’ ◈ কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি ও বদনা নিয়ে গেলো এনজিও! ◈ ডরি ফিসের নামে কী খাচ্ছেন? বাজারে 'ডরি ফিস' খুঁজতে গিয়ে সামনে এলো ভয়ংকর তথ্য!(ভিডিও) ◈ বাংলা‌দেশ জিত‌লো তামিমের সেঞ্চুরিতে, সি‌রিজ শেষ হ‌লো সমতায়  ◈ তোপের মুখে হ্যান্ডকাপ পরা অবস্থায় ছাত্রলীগ কর্মীকে ছেড়ে দিল পুলিশ (ভিডিও) ◈ ‘ফজু পাগলা’ উপাধি যারা দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই: ফজলুর রহমান ◈ সরকার থেকে পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ ◈ ২০২৬ সালের জুনের মধ্যে বাতিল হবে ৬ ধরনের দলিল: আসছে সম্পূর্ণ ডিজিটাল ভূমি ব্যবস্থা ◈ আগামী নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক: সিইসি নাসির উদ্দিন

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ০৭:৪৬ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে গুলিতে আহত হাতির মৃত্য, মাকে বাঁচাতে শাবকের কান্না

কক্সবাজার প্রতিনিধি : ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিটের জঙ্গল খুটাখালী মৌজার কাইস্যার ঘোনা এলাকায় গতকাল বিকালে এই মৃত হাতির সন্ধান পাওয়া যায়।

ফুলছড়ি রেঞ্জের কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়া বলেন, রাজঘাট বিট কর্মকর্তার দেয়া খবরে আমরা ঘটনাস্থলে যাই। বার্ধক্যজনিত কারণে মা-হাতির মৃত্যু হয়েছে বলে ধারণা করছি আমরা। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো পর বিভাগীয় বন বিভাগের কর্মকর্তাকে ঘটনাস্থলে যান।

স্থানীয়রা জানায়, মা-হাতিটি সকালেও চারদিকে ছোটাছুটি করছিলো। একসময় হাতিটি মাটিতে শুয়ে পড়ে। পাশে কাজ করা এক শ্রমিক হাতিটি শুয়ে আছে দেখে দূরে অবস্থান নেন। দীর্ঘক্ষণ নড়াচড়া না দেখে স্থানীয় রাজঘাট বিট কর্মকর্তাকে বিষয়টি জানান তিনি। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত হন হাতিটি মারা গেছে।

এলাকাবাসী জানায়, মা-হাতিটির দেহে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। তাদের ধারণা, কে বা কারা কয়েক দিন আগে মা-হাতিটিকে গুলি করেছিলো। এরপর চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়েছে।

বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, মৃত হাতিটির দেহের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এদিকে মৃত হাতিটিকে দেখতে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। মৃত মা-হাতির পাশে একটি হাতি শাবক বার বার শুয়ে পড়ছিলো, গড়াগড়ি খাচ্ছিল এবং কাঁদছিলো। মাকে উঠানোর জন্য বার বার এদিক-সেদিন দৌড়াদৌড়ি করেছিল শাবকটি। মায়ের কোনো সাড়াশব্দ না পেয়ে চোখ-মুখ স্পর্শ করছিল বার বার। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়