সাইদ রিপন: ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম বলেছেন, মনোনয়নপত্র দাখিলের সময় ৫ জনের বেশি লোক আসলে ছয় মাসের কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হবে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবস্থিত ইটিআই ভবন নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই হুঁশিয়ারি দেন উত্তরের এই রিটার্নিং কর্মকর্তা।
আবুল কাশেম জানান, মনোনয়ন দাখিলের সময় মিছিল, শোডাউনও করা যাবে না। এসব দেখভাল করার জন্য আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে।
তিনি জানান, ইটিআই ভবনে প্রবেশের পথেই নির্বাচন কমিশনের কর্মকর্তারা অতিরিক্ত মানুষজন আসা বন্ধ করবে।
এ সময় তিনি আরও জানান, প্রিজাইডিং অফিসার নিয়োগে সতর্ক থাকবে কমিশন, যাতে করে তারা প্রশ্নের উর্ধ্বে থাকে।
সম্পাদনা: সারোয়ার জাহান