শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৫:২৭ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ২২ কর্মকর্তার বদলী

সুজন কৈরী : পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ২২ কর্মকর্তাকে বদলী করা হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ বদলীর আদেশ দেয়া হয়। এছাড়া রোববার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ এর অতিরিক্ত ডিআইজি মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সহকারি পুলিশ সুপার পদমর্যাদার সাতজন কর্মকর্তাকেও বদলী করা হয়েছে।

ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা হলেন- নিবাস চন্দ্র মাঝি, ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, মো. মাসুদুর রহমান ভূঞা, মো. নিশারুল আরিফ, মো. আমিনুল ইসলাম, সালেহ্ মোহাম্মদ তানভীর, মো. আব্দুল কুদ্দুছ আমিন, মো. হারুন-অর-রশীদ, শেখ নাজমুল আলম, এ জেড এম নাফিউল ইসলাম, ও মোহাম্মদ আব্দুল ফয়েজ। অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার- মো. রফিকুল ইসলাম, মো. সরওয়ার, মো. ইকবাল হোসেন, মঈনুল হক, টি. এম মোজাহিদুল ইসলাম, মো. ইলিয়াস শরীফ, শ্যামল কুমার নাথ, নুরে আলম মিনা, মো. জাকির হোসেন খান, মো. আনোয়ার হোসেন খান ও মো. শাহ আবিদ হোসেন।

এদিকে সহকারি পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তা হলেন- মো. মাহিন ফরাজী, মাহমুদা শারমীন নেলী, মো. মিজানুর রহমান ভূঞা, মো. মাসুদ রানা, মো. তারিক রহমান, মো. আমিনুর রহমান ও মো. হুমায়ুন কবির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়