শিরোনাম
◈ রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাতে প্রস্তাব ইইউ ও ওআই‌সির, বাংলাদেশ বললো এত শরণার্থীর বোঝা আর নেওয়া যাচ্ছে না ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের আরও একটি চমক, মেন্টর হলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ সকালে পাকিস্তানও কেঁপেছে ৫.২ মাত্রার ভূমিকম্পে ◈ ভূমিকম্পে ঢাকার বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে পড়ে নিহত অন্তত ৩ ◈ ভূমিকম্পে ঢাকায় আরমানীটোলায় ভবন ধস, হেলে পড়েছে কলাবাগান, মাতুয়াইল ও নিউমার্কেটের পাশের একটি ভবন ◈ 'এখনই তত্ত্বাবধায়ক' দাবি থেকে কেন সরে এলো বিএনপি ও জামায়াত? ◈ ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতাও ◈ আর্থিক দুর্নীতির মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট জমা ◈ হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম ◈ ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৫:২৭ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ২২ কর্মকর্তার বদলী

সুজন কৈরী : পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ২২ কর্মকর্তাকে বদলী করা হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ বদলীর আদেশ দেয়া হয়। এছাড়া রোববার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ এর অতিরিক্ত ডিআইজি মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সহকারি পুলিশ সুপার পদমর্যাদার সাতজন কর্মকর্তাকেও বদলী করা হয়েছে।

ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা হলেন- নিবাস চন্দ্র মাঝি, ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, মো. মাসুদুর রহমান ভূঞা, মো. নিশারুল আরিফ, মো. আমিনুল ইসলাম, সালেহ্ মোহাম্মদ তানভীর, মো. আব্দুল কুদ্দুছ আমিন, মো. হারুন-অর-রশীদ, শেখ নাজমুল আলম, এ জেড এম নাফিউল ইসলাম, ও মোহাম্মদ আব্দুল ফয়েজ। অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার- মো. রফিকুল ইসলাম, মো. সরওয়ার, মো. ইকবাল হোসেন, মঈনুল হক, টি. এম মোজাহিদুল ইসলাম, মো. ইলিয়াস শরীফ, শ্যামল কুমার নাথ, নুরে আলম মিনা, মো. জাকির হোসেন খান, মো. আনোয়ার হোসেন খান ও মো. শাহ আবিদ হোসেন।

এদিকে সহকারি পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তা হলেন- মো. মাহিন ফরাজী, মাহমুদা শারমীন নেলী, মো. মিজানুর রহমান ভূঞা, মো. মাসুদ রানা, মো. তারিক রহমান, মো. আমিনুর রহমান ও মো. হুমায়ুন কবির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়