শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৫:২৭ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ২২ কর্মকর্তার বদলী

সুজন কৈরী : পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ২২ কর্মকর্তাকে বদলী করা হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ বদলীর আদেশ দেয়া হয়। এছাড়া রোববার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ এর অতিরিক্ত ডিআইজি মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সহকারি পুলিশ সুপার পদমর্যাদার সাতজন কর্মকর্তাকেও বদলী করা হয়েছে।

ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা হলেন- নিবাস চন্দ্র মাঝি, ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, মো. মাসুদুর রহমান ভূঞা, মো. নিশারুল আরিফ, মো. আমিনুল ইসলাম, সালেহ্ মোহাম্মদ তানভীর, মো. আব্দুল কুদ্দুছ আমিন, মো. হারুন-অর-রশীদ, শেখ নাজমুল আলম, এ জেড এম নাফিউল ইসলাম, ও মোহাম্মদ আব্দুল ফয়েজ। অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার- মো. রফিকুল ইসলাম, মো. সরওয়ার, মো. ইকবাল হোসেন, মঈনুল হক, টি. এম মোজাহিদুল ইসলাম, মো. ইলিয়াস শরীফ, শ্যামল কুমার নাথ, নুরে আলম মিনা, মো. জাকির হোসেন খান, মো. আনোয়ার হোসেন খান ও মো. শাহ আবিদ হোসেন।

এদিকে সহকারি পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তা হলেন- মো. মাহিন ফরাজী, মাহমুদা শারমীন নেলী, মো. মিজানুর রহমান ভূঞা, মো. মাসুদ রানা, মো. তারিক রহমান, মো. আমিনুর রহমান ও মো. হুমায়ুন কবির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়