শিরোনাম
◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে ◈ ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম: ড. ইউনূসকে সরকারপ্রধানের প্রস্তাব, মিডিয়া নিয়ন্ত্রণের সমালোচনা ◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ 

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৭:৩০ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে প্রবাসীর মাসহ তিনজনকে হত্যায় স্ত্রী গ্রেফতার

যুগান্তর : বরিশালের বানারীপাড়ায় এক প্রবাসীর বাড়িতে মা ও ভগ্নিপতিসহ তিনজনকে হত্যার ঘটনায় তার স্ত্রী মিসকাত জাহান মিশুকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে ওই নারীকে গ্রেফতার করা হয়েছে বলে বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল জানিয়েছেন।

শনিবার ভোরে উপজেলার সলিয়াবাকপুর গ্রামের কুয়েত প্রবাসী আব্দুর রবের বাড়ি থেকে তার মা মরিয়ম বেগম (৭৫), ভগ্নিপতি সফিকুল আলম (৬০) ও খালাত ভাই ইউসুফের (৩২) লাশ উদ্ধার করা হয়।

পরে আব্দুর রবের ছোট ভাই ঢাকার গুলশান এনআরবি ব্যাংক শাখার কর্মকর্তা সুলতান মাহামুদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এরপর তদন্তকারী কর্মকর্তা শিশির কুমার পাল র‌্যাব-৮ এর সহায়তায় মামলার প্রধান দুই আসামি জিনের বাদশা জাকির হোসেন ও তার সহযোগী জুয়েল হাওলাদারকে গ্রেফতার করেন।

ঘটনার রাতে মিশুর সহায়তায় ঘরে প্রবেশের কথা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দাবি করেছেন জাকির হোসেন ও তার সহযোগী জুয়েল।

পরে জিজ্ঞাসাবাদের জন্য মিশু ও তার ভাতিজি চাখার সরকারি ফজলুল হক কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী আছিয়া খাতুনকে থানায় ডেকে আনা হয়।

ঘাতকদের সহায়তার প্রমাণ পাওয়ায় মিশুকে গ্রেফতার করা হয়েছে বলে জানান শিশির কুমার পাল।

তিনি বলেন, মিশুর সঙ্গে জাকির হোসেনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে প্রায়ই তিনি ওই বাড়িতে গিয়ে জিন হাজির করার নামে বিভিন্ন রোগের চিকিৎসা দিতেন।

ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে অর্থ লোভী জিনের বাদশা জাকির হোসেন ওই বাড়িতে মিশুকে লিভার ভাল করার জন্য চিকিৎসা দিতে যায় এবং সে ওই রাতে ঘরের দরজার সিটকিনি খোলা রেখে ঘুমালে রোগ সেরে যাবে বলে জানায়।

মিশু এ বিষয়টি ঘরের কাউকে না জানিয়ে ওই রাতে ঘরের পেছনের দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে জাকির ও তার সহযোগী ওই দরজা দিয়ে প্রবেশ করে মিশুকে জিম্মি করে আপত্তিকর ছবি ধারণ করেন।

এসময় মোবাইলে বিকাশ থেকে টাকা, স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন নিয়ে নেন তারা। তখন ঘরের অন্য সদস্যরা টের পেলে জাকির ও তার সহযোগীরা এক এক করে তিনজনকে শ্বাসরোধ করে হত্যা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়