রাকিব উদ্দীন : সাউথ এশিয়ান গেমসের ১৩তম আসরে দিনের তৃতীয় সোনা এলো আর্চারি থেকে। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্ট থেকে সোনা পান রোমান সানা ও ইতি খাতুন জুটি। ইভেন্টটির ফাইনালে ভূটানের প্রতিযোগীদের হারিয়ে আসরের দশম সোনা জিতে বাংলাদেশ।
এসএ গেমসের অষ্টম দিনের শুরু হয় পুরুষ আর্চারি দলগত ইভেন্টের সোনাজয় দিয়ে। শ্রীলঙ্কাকে হারিয়ে এ পদক জিতে রোমান সানারা। এরপর নারী দলগত ইভেন্টে ভারতকে হারিয়ে দিনের দ্বিতীয় সোনা জিতে নারীরা। সবশেষ তৃতীয় সোনা আসে আর্চারি মিশ্র ইভেন্ট থেকে।