শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৭:০৬ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়াসির-অঙ্কনের লড়াকু ইনিংসে লঙ্কাকে ১৫১ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

শিউলী আক্তার : চলমান দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে এখনো অপরাজিত বাংলাদেশ। তিন ম্যাচ খেলে তিনটিই জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নাজমুল ইসলাম শান্তরা। নিয়মরক্ষার ম্যাচে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেছে বাংলাদেশ। ইয়াসির আলী রাব্বি ও মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটিং দৃঢ়তায় ব্যাটিং বিপর্যয়ের পরও শ্রীলঙ্কার বিপক্ষে ১৫১ রানের লড়াকু পূঁজি পেয়েছে বাংলাদেশ।

এই ম্যাচের একাদশে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওপেনার সৌম্য সরকারও বিশ্রামে। ফাইনালে লঙ্কানদের বিপক্ষেই খেলতে হবে। এই ম্যাচে তাই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে রাখা হয়েছে বিশ্রামে। ম্যাচের নেতৃত্ব দেয়া হয়েছে সাইফ হাসানকে।

তবে নাইম শেখকে নিয়ে ওপেনিংয়ে নেমে সফল হতে পারলেন না। নাইম ৬ রান করে ফেরার পরপরই সাজঘরের পথ অনুসরণ করলেন ৪ রান করা সাইফ। আফিফ হোসেন ধ্রুব সেই চাপ সামাল দিতে না পেরে নাইমের সমান ৬ রান করে তিনিও ধরলেন প্যাভিলিয়নের পথ।

২১ রানে ৩ উইকেট হারিয়ে দল তখন ধুঁকছে। তখন জ্বলে উঠলেন ইয়াসির ও অঙ্কন। চতুর্থ উইকেটে দুজনে গড়ে তোলেন ৮০ রানের দুর্দান্ত এক পার্টনারশিপ। তবে অর্ধশত রান থেকে মাত্র ৬ রান দূরে থেকে ফেরেন অঙ্কন (৪৪)। তবে অর্ধশত পূর্ণ করেন ইয়াসির। ৫১ রান করে ফেরেন তিনি।

শেষদিকে জাকির হাসান ও মেহেদী হাসান দ্রুত রান তোলার চেষ্টা করেন। জাকির ১৭ বলে ২০ রান করে পরাজিত থাকেন। ইনিংসের শেষ বলে মেহেদী ৪ বলে ৮ রান করে আউট হয়ে যান। নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৫০ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়