শিরোনাম
◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর ◈ চুক্তিতে না এলে আগের চেয়েও ভয়াবহ হামলা: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি ◈ এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার কাজ (ভিডিও) ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: টিকিট নিশ্চিত করল বাংলাদেশ ◈ ১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট, টিকিট কেনার হিড়িকে দ্বিতীয় ট্রিপেরও ৮০ শতাংশ বুকিং ◈ খেলাপি ঋণ কমাতে কঠোর পদক্ষেপ: নাম-ছবি প্রকাশ ও ভ্রমণ নিষেধাজ্ঞার দাবি ◈ বাংলাদেশের নির্বাচনে ‘হাদি প্রভাব’ ◈ নির্বাচনী ব্যয়: হলফনামায় ৩৯৬ কোটি, বাস্তবে কত? ◈ নির্বাচন শান্তিপূর্ণ রাখতে উস্কানিমূলক পরিস্থিতিতে শান্ত থাকবেন নেতাকর্মীদের প্রতি আহ্বান মির্জা আব্বাসের ◈ নির্বাচনী প্রচারণায় একটি রাজনৈতিক দল  ‘ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে ’ অভিযোগ  বিএনপির

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৯, ১১:৩৪ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৯, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু বিপিএল উদ্বোধনের জন্য প্রস্তুত প্রধানমন্ত্রীর স্পেশাল ব্যালকনি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর মাঠে গড়াবে আর কয়েকদিন পরই। বঙ্গবন্ধুর নামে ‘বিশেষ’ বিপিএল কেন্দ্র করে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম সেজেছে নতুন সাজে। দীর্ঘদিন পর এই স্টেডিয়ামের গ্যালারির সংস্কার কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু তা-ই নয়, প্রেসিডেন্ট বক্সের সামনের অংশে বানানো হচ্ছে আলাদা ব্যালকনি। এখানে দাঁড়িয়েই ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে এটা প্রস্তুত সম্পন্ন হয়েছে।

প্রেসিডেন্ট বক্সের সামনে বানানো হচ্ছে প্রধানমন্ত্রীর জন্য আলাদা মঞ্চ। গ্যালারির ভাঙা চেয়ার সরিয়ে বসানো হচ্ছে ব্যালকনি। বিষয়টা এমন নয় যে, অস্থায়ীভাবে বানানো হচ্ছে এটা। ভবিষ্যতেও ব্যবহার থাকবে এই ব্যালকনির। প্রেসিডেন্ট বক্সের দুই পাশে দরজা তৈরি করা হয়েছে। দুই পাশ থেকেই ব্যালকনিতে যাওয়া যাবে। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। এছাড়া মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হচ্ছে বড় মঞ্চ।

মাঠের পূর্ব গ্যালারি পেছনে ফেলে মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে। মাঠ ও উইকেটকে প্রটেক্ট করে চেয়ারও বসানো হচ্ছে। ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী বিপিএলের ঘোষণা করবেন, তাই আগেভাবেই স্টেডিয়ামের দায়িত্ব চলে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে।

বিপিএলের ইতিহাসে সবচেয়ে জমকালো উদ্বোধনী হতে যাচ্ছে এবার। বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে মঞ্চ মাতাবেন ক্যাটরিনা কাইফ। সুরের ভেলায় ভাসাবেন সনু নিগাম ও কৈলাস খের। তাদের সঙ্গে দেশের খ্যাতিমান শিল্পীরা তো থাকছেনই। যাদের মধ্যে অন্যতম জেমস ও মমতাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়