শিরোনাম
◈ শাপলা চত্বরে গণহত্যায় তদন্ত প্রতিবেদন দিতে ২ মাস সময় বেঁধে দিলেন ট্রাইব্যুনাল ◈ তারেক রহমানের দেশে ফেরার সময় জানালেন সালাহউদ্দিন আহমদ ◈ বৃহস্পতিবার সব দোকান ও বিপণিবিতান খোলা ◈ নির্বাচনের প্রস্তুতি চলছে, এটি জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে:: প্রধান উপদেষ্টা ◈ গণভোটসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা আন্দোলনরত ৮ দলের ◈ রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, মোড়ে মোড়ে গাড়ি তল্লাশি ◈ মিরপুরে শতাব্দী পরিবহনের বাসে আগুন ◈ ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন (ভিডিও) ◈ নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে বার্তা দিলেন অর্থ উপদেষ্টা ◈ গাজীপুর-৬ আসন পূর্ণ বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০১৯, ০৫:০৫ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০১৯, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় দুই সহদর হত্যা মামলায় ৪ আসামিকে মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আব্দুম মুনিব: কুষ্টিয়ার ভেড়ারামায় ইভটিজিং এ বাধা দেয়ায় দুই সহদরকে কুপিয়ে হত্যা মামলায় অভিযুক্ত ৪ আসামিকে মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন এবং ১১ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ড দিয়েছে আদালত।

এই মামলার প্রধান আসামি মো. আরিফ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত। রোববার সকাল সাড়ে ১০টার সময় আসামিদের উপস্তিতিতে কুষ্টিয়ার নারী শিশু নির্যাতন দমন আদালতের বিজ্ঞ বিচারক মুন্সি মশিয়ার রহমান এই রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ গ্রামের নুরুল ইসলামের ছেলে কমল হোসেন মালিথা, কাবুল প্রমানিকের ছেলে কামরুল প্রমানিক এবং সুমন প্রমানিক, নজরুল ইসলামের ছেলে নয়ন শেখ।

সরকার পক্ষের আইনজীবী এবং মামলার এজাহার সূত্রে জানাযায়, ২০১৬ সালের এপ্রিল মাসের ২৫ তারিখে ভেড়ামারার ফকিরাবাদ গ্রামের রতন আলীর কন্যা ৭ম শ্রেণির ছাত্রী তৃষাকে একই এলাকার আইয়ুব আলীর ছেলে আরিফ মালিথা স্কুল থেকে ফেরার পথে ইভ টিজিং করে।

তৃষার বাবা রতন এবং তার স্বজনরা এর প্রতিবাদ করলে আসামিদের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। পরে ওই দিন রাত সাড়ে ৮দিকে রতনের বাবা এবং দুই চাচা নামাজ পড়ে বাড়ি ফেরারর পথে পরানখালী রাস্তার উপর আসামিরা তাদেরকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই রতনের বাবা মুজিবর রহমান মাস্টার এবং হাসপাতালে নেয়ার পথে চাচা মিজানুর রহমান মারা যায়।

এই ঘটনায় রতনের ভাই জাহারুল ইসলাম বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দয়ের করেন। দীর্ঘ শুনানি শেষে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মুন্সি মশিউর রহমান এই রায় প্রদান করেন। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়