মির্জাগঞ্জ (পটুয়াখালী) থেকে: মির্জাগঞ্জে ছিনতাইকালে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গত বুধবার রাতে উপজেলার গোলখালী এলাকায় ঘটনাটি ঘটে । আটককৃত হচ্ছে, বরগুনার লতাবাড়িয়া গ্রামের মো. সুলতান মৃধার পুত্র মো. পলাশ মৃধা (৩০)।
থানা সূত্রে জানা যায়, গত বুধবার রাতে ওই ছিনতাইকারী আসমা নামে এক মহিলার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করলে এ সময় স্থানীয় জনতা বিষয়টি আচ করতে পেরে তাকে হাতেনাতে আটক কের পুলিশে খবর দেয়। খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে থানা নিয়ে আসে। এ ব্যাপারে বৃহস্পতিবার কাকড়াবুনিয়া গ্রামের মাসুদের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা-এস.ইসলাম জয়