শিরোনাম
◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ প্রতিবেশী দেশের দালালি করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না: গয়েশ্বর ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ নির্বাচন কমিশন মিথ্যা বলছে: রিজভী ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১১:০৬ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের রুগ্ন গণতন্ত্র এখন আইসিইউতে, বলছে লেবার পার্টি

শাহানুজ্জামান টিটু : ভোটাধিকার হরণ, একদলীয় গণতন্ত্র, প্রতিহিংসার রাজনীতির বিকাশ, গণমাধ্যমের স্বাধীনতা হরণ, বাক-ব্যক্তি স্বাধীনতা খর্ব ও বিরোধী মতাবলম্বীদের নিশ্চিহ্ন করার মাধ্যমে বাংলাদেশের রুগ্ন গণতন্ত্রে মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ লেবার পার্টি।

রোববার আর্ন্তজাতিক গণতন্ত্র দিবসে যুক্ত বিবৃতিতে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব মো. ফারুক রহমান বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় এবং গুম খুন অপহরণ বন্ধে সরকার ব্যর্থ হয়েছে। জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিলোপ করতে র‌্যাব-পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীকে নগ্ন দলীয়করণের মাধ্যমে আজ্ঞাবহ রক্ষী বাহিনীতে পরিণত করেছে।

নেতারা বলেন, স্বাধীনতার ৫০ বছরেও দেশে জনগণের ভোটাধিকার নিরঙ্কুশ হয়নি। বরং জনগণের দিনের ভোট রাতে অপহরণ করা হয়েছে। বিগত ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা পরিষদ, সিটি করপোরেশন থেকে শুরু করে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনগুলো ভোটারবিহীন ও একদলীয় হওয়ায় জনমনে ভোটাধিকার ও ভোটকেন্দ্র বিমুখ হয়ে পড়েছে। যা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও নাগরিকদের জন্য অশনি সংকেত। তাই বর্তমান গণতন্ত্রের মোড়কে ক্ষমতাসীন দখলদার সরকারের কবল থেকে দেশ ও জনগণকে রক্ষায় দেশপ্রেমিক শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই। সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়