শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯, ১১:৪৫ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০১৯, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রদলের কাউন্সিলের পর ৪ বিভাগে সমাবেশ করবে বিএনপি

আহমেদ শাহেদ : আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলের পর বাকি চার বিভাগে দলের সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপের মাধ্যমে বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে দেশ রূপান্তরকে এসব কথা জানান নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য।

তিনি আরও জানান, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কোরবানির ঈদের আগে খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বিভাগীয় সমাবেশ হয়েছে। এই তিন বিভাগের সমাবেশ সামনে রেখে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ কারণে বাকি চার বিভাগের সমাবেশ ছাত্রদলের কাউন্সিলের পর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া বৈঠকে রোহিঙ্গা ইস্যু, কাশ্মীর ইস্যু, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৬ জনকে আত্মসমর্পণের আদেশ এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নিয়েও আলোচনা করেন তারা।

বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু। সম্পাদনা : খালিদ আহমেদ

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়