শিরোনাম

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯, ০৬:৪৩ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০১৯, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শারীরিক অবস্থার উন্নতি  গাফফার চৌধুরীর

সাইদুল ইসলাম,লন্ডনঃ কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এর রচয়িতা ও বর্ষিয়ান সাংবাদিক, কলামিস্ট  আবদুল গাফফার চৌধুরী অসুস্থ। ত‌বে তি‌নি আশংকামুক্ত ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছে তাঁর প‌রিবার।

যুক্তরাজ্য প্রবাসী গাফফার চৌধুরী বর্তমানে যুক্তরাজ্যের সেন্ট্রাল মিডল‌সেক্স হাসপাত‌লে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

গাফফার চৌধুরীর কন্যা বিনীতা চৌধুরীর উদ্বৃ‌তি দি‌য়ে লন্ড‌নের সাংস্কৃ‌তিক কর্মী ইয়াস‌মিন মাহমুদ প‌লিন  শ‌নিবার বি‌কে‌লে আমাদের সময় ডটকমকে  জানান, গাফফার চৌধুরী শংকামুক্ত আছেন। হাসপাতা‌লে যারা দেখ‌তে যা‌চ্ছেন তা‌দের সা‌থে কথাও বল‌ছেন।

প‌লিন আরো জানান, মুলত পা‌য়ে আর্থারাই‌টি‌সের সমস্যা নি‌য়ে হাসপাতালে ভ‌র্তি হন আবদুল গাফফার চৌধুরী। তার এক‌টি অ‌স্ত্রোপচা‌রেররও কথা ছিল। কিন্তু তাঁর ডায়‌বে‌টিস নিয়ন্ত্র‌নে না থাকায় অপা‌রেশন আপাতত না ক‌রে চি‌কিৎসকরা তা‌কে পর্য‌বেক্ষ‌নে রে‌খে‌ছেন।

৮৫ বছর বয়সী গাফফার চৌধুরীকে সর্ব‌শেষ গত ৩রা আগষ্ট লন্ড‌নে যুক্তরাজ্য আওয়ামীলীগ আ‌য়ো‌জিত শোকসভায় প্রধানমন্ত্রীর সা‌থে সভাম‌ঞ্চে দেখা গে‌ছে।

 

এএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়