আমিন মুনশি : চলতি বছর হজের সফরে বাংলাদেশের শীর্ষ আলেমদের মিলনমেলা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম ও বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। শুক্রবার দুপুরে খিলগাঁও ইকরা কমপ্লেক্সে পবিত্র জুমার আগে বয়ানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দলমত আকীদাগত সব ভেদাভেদ ভুলে বাংলাদেশের উলামায়ে কেরামের এই মিলনমেলা নিঃসন্দেহে আল্লাহর এক মহান ইচ্ছার প্রতিফলন। দেশের মাটিতে যাদের মধ্যে পারস্পরিক বিভেদ লেগেই থাকতো, একে অপরকে কাফের ঘোষণা করতো, গোমরাহ বলতো, আল্লাহ মেহেরবানীতে তাঁরা সকলেই ঐকবদ্ধভাবে পবিত্র মক্কা, মদীনা, মীনা, মুজদালিফার মত পবিত্রতম স্থানে একসঙ্গে ছিলেন। একই তাবুতে ছিলেন। কোনো উচ্চবাচ্য হয়নি, গালিগালাজ হয়নি বরং একে অপরকে ভালোবেসে খেদমতের প্রতিযোগিতা করেছেন।
আল্লামা মাসঊদ সরকারের প্রশংসা করে বলেন, বাংলাদেশ সরকারের অনেক ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। কিন্তু সকল আলেমদের এই প্লাটফরম তৈরী করে দেওয়া নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। শোকের মাসেও স্বাধীনতার পক্ষের-বিপক্ষের তাদেরকেও ঐকবদ্ধ করা অবশ্যই বাংলাদেশ সরকারের জন্য গর্বের বিষয়।
তিনি সৌদি কর্তৃপক্ষের প্রশংসা করে বলেন, রওযাতুম মিন রিয়াজিল জান্নাহ্ কে সামনে রেখে ইবাদত করতে চাইলে সাধারণত মানুষ চরম ভোগান্তিতে পড়েন। কিন্তু এবার তেমন হয়নি। বরং উলামায়ে কেরামের জামাতকে বিশেষ মর্যাদা দিয়ে রওযাতুম মিন রিয়াজিল জান্নাহ’র মধ্যে নিয়ে যাওয়া হয়। এবং ১৫ মিনিট সেখানে অবস্থান করে ইবাদতের সুযোগ দেয়া হয়।