শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়াকে বৃষ্টিই এনে দিলো স্বস্তি

শিউলী আক্তার : ইংল্যান্ডের মাঠে ঐতিহ্যের মর্যাদার লড়াই অ্যাশেজ সিরিজের দ্বিতীয় ম্যাচে লর্ডসে প্রথম দিন বৃষ্টির কারণে ভেস্তে গেলে দ্বিতীয় দিনে যথাসময়ে খেলা শুরু হয়। কিন্তু টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বোলিং দাপটে ২৫৮ রানেই থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। প্রথম ইনিংসে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৩০ রান নিয়ে ইনিংস শুরু করেছিলো অজিরা। চা বিরতির আগে আর ৫০ রান যোগ করতেই সফরকারীরা হারিয়ে ফেলে ৩ উইকেট। ফলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টিম পেইনের দল। দ্বিতীয় সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর চা-বিরতিতে যায় দুই দল। এরপর বৃষ্টির কারণে আর মাঠেই নামা হয়নি তাদের। ফলে এই বৃষ্টিই শেষ পর্যন্ত স্বস্তি এনে দিয়েছে অজিদের।

তৃতীয় দিনের শুরুতে দারুণ সূচনা করেছিলেন ক্যামেরন ব্যানক্রফট এবং উসমান খাজা। দলীয় ৬০ রানে ব্যানক্রফট ১৩ রান করে ফিরে গেলে ৮৯ রানের জুটি ভেঙেছেন অভিষিক্ত জোফরা আর্চার।

এরপর ৩৬ রান করা খাজা ইংলিশ পেসার ক্রিস ওকসের শিকার হয়েছেন। স্কোরবোর্ডে আর ১১ রান যোগ হতেই ট্রাভিস হেডকে (৭) নিজের দ্বিতীয় শিকার বানান ইংলিশ পেসার স্টুয়ার্ড ব্রড।

সিরিজের প্রথম টেস্টের মতো এখনও অস্ট্রেলিয়ার ভরসা হয়ে আছেন স্টিভেন স্মিথ। তিনি ১৩ রান করে অপরাজিত আছেন। ম্যাথু ওয়েডকে (০) নিয়ে বেশ ভালোই লড়াই করছেন তিনি। তৃতীয় দিন শেষে অজিরা পিছিয়ে আছে ১৭৮ রানে।
সম্পাদনা : রেজাউল আহসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়