শিরোনাম
◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ নির্বাচনকে সামনে রেখে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ১২:৫৮ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ : ধর্ষক গ্রেপ্তার

মোশায়ারা আক্তার জলি, (দাউদকান্দি) কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দিতে নাসিমা (১৪) বছরের এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকালে তুজারভাঙা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।বৃহস্পতিবার ধর্ষিতার মা অন্তরা শেলী বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। পুলিশ এ ঘটনার খবর পেয়ে অভিযান চালিয়ে ধর্ষক আলমগীর হোসেনকে(৩৫) দাউদকান্দি মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

ধর্ষিতার মা অন্তরা শেলী জানান, বুধবার বিকালে দাউদকান্দি পৌরসভা তুজারভাঙা গ্রামে তার প্রতিবন্ধী মেয়ে নাসিমাকে (১৪) ভাড়া বাসায় রেখে বড় মেয়েকে নিয়ে বাজারে কেনাকাটার জন্য চলে আসি। ধর্ষক আলমগীর আমার প্রতিবন্ধী মেয়েকে একা পেয়ে ঘরের ভিতর ঢুকে মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আলমগীর(৩৫),পিতা সুরুজ মিয়া, উপজেলার বিটেশ্বরখান বাড়ির বাসিন্দা। সে বর্তমানে দাউদকান্দি পৌরসভার রিকশা চালক ও তুজারভাঙা গ্রামের মাইনুউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার আসামিকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়