শিরোনাম
◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা ◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ১২:৫৮ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ : ধর্ষক গ্রেপ্তার

মোশায়ারা আক্তার জলি, (দাউদকান্দি) কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দিতে নাসিমা (১৪) বছরের এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকালে তুজারভাঙা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।বৃহস্পতিবার ধর্ষিতার মা অন্তরা শেলী বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। পুলিশ এ ঘটনার খবর পেয়ে অভিযান চালিয়ে ধর্ষক আলমগীর হোসেনকে(৩৫) দাউদকান্দি মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

ধর্ষিতার মা অন্তরা শেলী জানান, বুধবার বিকালে দাউদকান্দি পৌরসভা তুজারভাঙা গ্রামে তার প্রতিবন্ধী মেয়ে নাসিমাকে (১৪) ভাড়া বাসায় রেখে বড় মেয়েকে নিয়ে বাজারে কেনাকাটার জন্য চলে আসি। ধর্ষক আলমগীর আমার প্রতিবন্ধী মেয়েকে একা পেয়ে ঘরের ভিতর ঢুকে মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আলমগীর(৩৫),পিতা সুরুজ মিয়া, উপজেলার বিটেশ্বরখান বাড়ির বাসিন্দা। সে বর্তমানে দাউদকান্দি পৌরসভার রিকশা চালক ও তুজারভাঙা গ্রামের মাইনুউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার আসামিকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়