শিরোনাম
◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের! ◈ বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ ◈ ‌নির্বাচ‌নে গণভোটে 'হ্যাঁ' ভোট দি‌তে প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে? ◈ বাংলাদেশের জন্য যে তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত ◈ ভারতের ব‌্যাড‌মিন্টন ভেন্যুতে মল, নোংরা ও অস্বাস্থ্যকর, খে‌লোয়াড়‌দের অভিযোগ  ◈ পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে পক্ষপাতের অভিযোগ বিএনপির, গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে দলটি ◈ জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সরকারি গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ ◈ আজ ঢাকার তিন পয়েন্ট অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের

প্রকাশিত : ১১ জুলাই, ২০১৯, ০৪:২৯ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০১৯, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরী প্রজনন হার বেড়ে যাওয়ায় বাড়ছে জনসংখ্যার গতি, বলছেন বিশেষজ্ঞরা

হ্যাপি আক্তার : সবশেষ জনমিতি জরিপের ফলাফল প্রকাশ করছে না সরকার। ২০১৮ সালের মার্চে শেষ হওয়া এই জরিপ প্রকাশ না করার কারণ গত ৮ বছর ধরে মোট প্রজনন হার কমাতে না পারা। যা ২ দশমিক ৩ এ স্থির হয়ে আছে। ডিবিসি নিউজ ৯:০০।

যদিও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দাবি এ হার কমেছে। বয়সন্ধিকালীন প্রজনন হার বেড়ে যাওয়াও জনসংখ্যা বাড়ার কারণ, আর তা ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। এমন অবস্থায় আজ সারাদেশে পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস।

জাতিসংঘের হিসাবে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৩০ লাখ ৪৬ হাজার। আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে গত বছরের জানুয়ারিতে দেশের জনসংখ্যা ছিলো ১৬ কোটি ৩৫ লাখ ৫০ হাজার। তাদের হিসাবে, ২০১৩ সাল থেকে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৭ শতাংশে স্থির রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, কিশোরী প্রজনন হার বেড়ে যাওয়ায় বাড়ছে জনসংখ্যার গতি। এজন্য বাড়ি পরিদর্শন বাড়ানোর ওপর জোর দিচ্ছেন তার।

ঢাকা বিশ^বিদ্যালয়ের জনসংখ্যা বিজ্ঞানের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ৫৯ শতাংশই ১৮ বছরের আগে বিয়ে হয়ে যায়। যার জন্য বলা হয় কিশোরী প্রজনন বৃদ্ধির হার বাড়ছে।

জনসংখ্যা বিশেষজ্ঞ প্রফের নুর-উন-নবী বলেন, মাত্র ২২ পরিবার শতাংশ পরিদর্শন করা হচ্ছে। এই সংখ্যা দিয়ে সম্পূর্ণ লক্ষ্য পূরণ করা যাবে না। পরিদর্শন যদি বাড়ানো যায় তাহলে পরিবার পরিকল্পনার সেবাটি সম্পূর্ণ না হলেও তার কাছাকাছি যাওয়া যাবে।

এদিকে, বাংলাদেশ স্বাস্থ্য ও জনমিতি জরিপের সর্বশেষ প্রতিবেদনেও উঠে এসেছে গত ৮ বছর ধরে প্রজনন হার স্থির থাকার তথ্য। যদিও এ প্রতিবেদন এখনো পর্যালোচনা করছে সরকার।

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিটিউটের মহাপরিচালক সুশান্ত কুমার সাহা বলেন, যে জরিপগুলো করা হয়েছে তার মধ্যে কিছু কিছু অসম্পূর্ণ। যা পর্যালোচনা করা হচ্ছে। এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
জাতীয় জনসংখ্যা পরিষদের আরো গতিশীলতা আনার পরামর্শ দেন তারা। সম্পাদনা : রেজাউল আহ্সান

  • সর্বশেষ
  • জনপ্রিয়