শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১১ জুলাই, ২০১৯, ০৩:১৭ রাত
আপডেট : ১১ জুলাই, ২০১৯, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার যানজটে রিকশাচালক দায়ী নন তারা বরং নিম্ন ও মধ্যবিত্তের পথবন্ধু

ফারুক ওয়াসিফ : যানজটের ক্রসফায়ার জাতীয় সমাধান হলো রিকশা উচ্ছেদ। যানজট কেন, এই বিকৃত নগরের কোনো সমস্যার জন্যই রিকশাচালক দায়ী নন। বরং নিম্ন ও মধ্যবিত্তের পথবন্ধু তিনি। বরং সমস্যাকে সংকটে পরিণত করা সরকারগুলোর তৈরি পরিবহন সংকটের কিছুটা সমাধান গায়ে খেটে এই রিকশাচালকেরা করেন। এখনো তারা চলাচল চালু রেখেছেন এই শহরে। রিকশা সমস্যা নয়, সমাধানের অংশ। যারা আজ রিকশা কাল রাজনীতি, পরশু নির্বাচন, তরশু জীবন এবং গতকাল রোজগার বন্ধ করলেন তারা সমাধান দেবেন কি, তারা সমস্যাকে সংকটে রূপ দেবার রূপকার। এরা অনির্বাচিত সৎপিতা এই নগরের। এরা মানুষের দুঃখ কী বুঝবেন? কী নির্মম, দেশটাকে নরক বানিয়ে সুইস ব্যাংক ভরছে যারা, তারাই দায়ী করছে রিকশাকে, জনগণের রিকশা চড়ার বিকল্পহীন অভ্যাসকে ।

বড় সড়কে রিকশা সরালে দু’দিন রাস্তা একটু হালকা পাবেন হয়তো। কিন্তু এটা রেলপাতে-সেতুতে বাঁশ দেয়ার সমাধান। যেমন ফ্লাইওভার সমাধান করেনি কিছুর। বারেবারে সমস্যার মূলকে আড়াল করে কৃত্রিম ভিলেন খাড়া করে তাকে দমন করার এই চাতুরীর শিকার কিন্তু হে মধ্যবিত্ত আপনিও। আপনার সমস্যা সমাধানের নামে এরা আরও গাড়ির ব্যবসা করবে, নিজেরা আরামে ঘুরবে, গরিবকে গরিবের বিরুদ্ধে চালাবে। ৬৯’র অভ্যুত্থানে রিকশাচালকদের ভূমিকা ছিলো। আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাইয়ের হাড্ডি খিজির তার অমর চরিত্র। ২৫ মার্চের প্রথম আঘাত এসেছিলো রিকশাচালকদের উপর। সকল আন্দোলনে এরা ছিলেন। রোদ-বৃষ্টি-বিপদে, রোগী নিয়ে দৌড়াতে সবার আগে যাকে পান তিনি একজন রিকশাওয়ালা। গ্রামের অর্থনীতিতে কাঁচা টাকারর জোগানদার এই মানুষটি সভ্যতার একেবারে তলার লোক। অর্ধেক কৃষক তিনি অর্ধেক মজুর আর পুরাটাই মানুষ। এবারে ধানের দাম না পাওয়া কৃষকেরা এসেছিলো রিকশা চালাতে। বন্ধ হওয়া পাটকলের শ্রমিকেরও ভরসা রিকশা। ছেলেমেয়ের বেতন দিতে না পারা, এনজিওদের ঋণ পরিশোধ করতে না পারা, কৃষির খরচ মেটাতে ব্যর্থ গেরাইম্যারা আসে রিকশা চালাতে। এসব জীবিকা-বিপন্নদের জন্য কোনো উন্নয়ন হয় কি? রিকশাচালকের সন্তানরা ম্যাজিস্ট্রেট হন কীভাবে ভাবেন তো? ওই মাটির মানুষের মেহনতে। নগর হুজুরেরা জীবন-জীবিকা বন্ধ করার ওস্তাদ। এরা কোনো সমাধান দিতে পারবে না। কারণ এরাই সমস্যা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়