শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ১২:২০ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০১৯, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার উইকেট হারিয়ে বিপাকে নিউজিল্যান্ড (সরাসরি)

শিউলী আক্তার : পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের যাওয়ার লড়াইয়ে শুরুতে চার উইকেট হারিয়ে বিপাকে নিউজিল্যান্ড।শাহেন শাহ আফ্রিদির তোপে পড়েই মাত্র ৪৬ রানেই চার উইকেট হারিয়ে বসে কিউইরা।

ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই মোহাম্মদ আমির বলে প্রথম উইকেটের পতন হয় এই আসরে অপরাজিত থাকা নিউজিল্যান্ডের। ব্যক্তিগত ও দলীয় পাঁচ রান করে বোল্ড হয়ে ফিরে যান মার্টিন গাপটিল। এরপর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কিউই দলপতি কেন উইলিয়ামস কলিন মুনরোর সঙ্গে জুটি বাঁধতে মাঠে নামেন। কিন্তু দলীয় ২৪ রানের শাহীন শাহ আফ্রিদির বোলে হারিস সোহেলের হাতের ক্যাচ দিয়ে প্যাভিলীয়নের পথ ধনের মুনরো (১২)। দলের ৩৮ রানের মাথায় দলের তৃতীয় ও ৪৬ রানে চতুর্থ উইকেটও এনে দেন আফ্রিদি। ৩ রানে রস টেইলর ও ১ রান করে টম লাথামকে ফিরিয়ে দেন তরুণ এই পেস বোলার।

এই রিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৪ ওভারে শেষে ৪৮ রান। ক্রিজে আছেন উলিয়ামসন ২৪ ও জেমি নিশাম ১ রান নিয়ে।

এর আগে, ভেজা আউটফিল্ডের কারণে বিশ্বকাপে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে টস বিলম্ব হয়। তবে অবশেষে এক ঘণ্টা পর টস অনুষ্ঠিত হয়, যেখানে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক উইলিয়ামসন।

বার্মিংহামের এজবাস্টনে বিশ্বকাপের ৩৩তম ম্যাচে মুুখোমুখি হচ্ছে পাকিস্তান নিউজিল্যান্ড। কিউইরা এ ম্যাচ জিতলে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। অন্যদিকে হারলেই আসর থেকে বিদায় ঘটবে পাকিস্তানের।

পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওহাব রিয়াজ, মোহাম্মদ আমির, শাহীন আফ্রিদি।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম ল্যাথাম, জেমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়