শিরোনাম
◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও)

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ১২:২০ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০১৯, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার উইকেট হারিয়ে বিপাকে নিউজিল্যান্ড (সরাসরি)

শিউলী আক্তার : পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের যাওয়ার লড়াইয়ে শুরুতে চার উইকেট হারিয়ে বিপাকে নিউজিল্যান্ড।শাহেন শাহ আফ্রিদির তোপে পড়েই মাত্র ৪৬ রানেই চার উইকেট হারিয়ে বসে কিউইরা।

ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই মোহাম্মদ আমির বলে প্রথম উইকেটের পতন হয় এই আসরে অপরাজিত থাকা নিউজিল্যান্ডের। ব্যক্তিগত ও দলীয় পাঁচ রান করে বোল্ড হয়ে ফিরে যান মার্টিন গাপটিল। এরপর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কিউই দলপতি কেন উইলিয়ামস কলিন মুনরোর সঙ্গে জুটি বাঁধতে মাঠে নামেন। কিন্তু দলীয় ২৪ রানের শাহীন শাহ আফ্রিদির বোলে হারিস সোহেলের হাতের ক্যাচ দিয়ে প্যাভিলীয়নের পথ ধনের মুনরো (১২)। দলের ৩৮ রানের মাথায় দলের তৃতীয় ও ৪৬ রানে চতুর্থ উইকেটও এনে দেন আফ্রিদি। ৩ রানে রস টেইলর ও ১ রান করে টম লাথামকে ফিরিয়ে দেন তরুণ এই পেস বোলার।

এই রিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৪ ওভারে শেষে ৪৮ রান। ক্রিজে আছেন উলিয়ামসন ২৪ ও জেমি নিশাম ১ রান নিয়ে।

এর আগে, ভেজা আউটফিল্ডের কারণে বিশ্বকাপে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে টস বিলম্ব হয়। তবে অবশেষে এক ঘণ্টা পর টস অনুষ্ঠিত হয়, যেখানে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক উইলিয়ামসন।

বার্মিংহামের এজবাস্টনে বিশ্বকাপের ৩৩তম ম্যাচে মুুখোমুখি হচ্ছে পাকিস্তান নিউজিল্যান্ড। কিউইরা এ ম্যাচ জিতলে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। অন্যদিকে হারলেই আসর থেকে বিদায় ঘটবে পাকিস্তানের।

পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওহাব রিয়াজ, মোহাম্মদ আমির, শাহীন আফ্রিদি।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম ল্যাথাম, জেমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়