শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ জুন, ২০১৯, ১২:২০ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০১৯, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার উইকেট হারিয়ে বিপাকে নিউজিল্যান্ড (সরাসরি)

শিউলী আক্তার : পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের যাওয়ার লড়াইয়ে শুরুতে চার উইকেট হারিয়ে বিপাকে নিউজিল্যান্ড।শাহেন শাহ আফ্রিদির তোপে পড়েই মাত্র ৪৬ রানেই চার উইকেট হারিয়ে বসে কিউইরা।

ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই মোহাম্মদ আমির বলে প্রথম উইকেটের পতন হয় এই আসরে অপরাজিত থাকা নিউজিল্যান্ডের। ব্যক্তিগত ও দলীয় পাঁচ রান করে বোল্ড হয়ে ফিরে যান মার্টিন গাপটিল। এরপর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কিউই দলপতি কেন উইলিয়ামস কলিন মুনরোর সঙ্গে জুটি বাঁধতে মাঠে নামেন। কিন্তু দলীয় ২৪ রানের শাহীন শাহ আফ্রিদির বোলে হারিস সোহেলের হাতের ক্যাচ দিয়ে প্যাভিলীয়নের পথ ধনের মুনরো (১২)। দলের ৩৮ রানের মাথায় দলের তৃতীয় ও ৪৬ রানে চতুর্থ উইকেটও এনে দেন আফ্রিদি। ৩ রানে রস টেইলর ও ১ রান করে টম লাথামকে ফিরিয়ে দেন তরুণ এই পেস বোলার।

এই রিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৪ ওভারে শেষে ৪৮ রান। ক্রিজে আছেন উলিয়ামসন ২৪ ও জেমি নিশাম ১ রান নিয়ে।

এর আগে, ভেজা আউটফিল্ডের কারণে বিশ্বকাপে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে টস বিলম্ব হয়। তবে অবশেষে এক ঘণ্টা পর টস অনুষ্ঠিত হয়, যেখানে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক উইলিয়ামসন।

বার্মিংহামের এজবাস্টনে বিশ্বকাপের ৩৩তম ম্যাচে মুুখোমুখি হচ্ছে পাকিস্তান নিউজিল্যান্ড। কিউইরা এ ম্যাচ জিতলে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। অন্যদিকে হারলেই আসর থেকে বিদায় ঘটবে পাকিস্তানের।

পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওহাব রিয়াজ, মোহাম্মদ আমির, শাহীন আফ্রিদি।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম ল্যাথাম, জেমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়