তানজিনা তানিন : হংকংয়ে প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে গড়ে ওঠা আন্দোলন তীব্র হচ্ছে। রোববারে ওই আন্দোলনে আরও বিশ লক্ষ বিক্ষোভকারী অংশ নিয়েছে। আয়োজকদের দাবি মুলতবি নয়, প্রত্যর্পণ বিল বাতিল চাই। খবর বিবিসি ও সিএনএন
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী যদি বিক্ষোভে অংশগ্রহণকারীদের সংখ্যা ২০ লক্ষ বা তার বেশি হয়ে থাকে তবে ১৯৮৯ সালের পর এটিই সবচেয়ে বড় আন্দোলন।
গত শনিবার প্রত্যর্পণ বিল অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করার পরও রোববার বিক্ষোভ করেছিলেন হংকংয়ের বাসিন্দারা। তাদের দাবি, মুলতবি নয়, এই বিল পুরোপুরি বাতিল করতে হবে।
রোববার হংকংয়ের প্রধান প্রশাসনিক সচিব এই বিল প্রস্তাবের জন্য জনগনের কাছে ক্ষমা চেয়েছেন।
প্রত্যপর্ন বিল বাতিল না করে এই অবস্থায় আন্দোলন থামিয়ে দিলে আবারও সুযোগ বুঝে ওই বিল পাশ করাবে চীন অনুগামী প্রশাসন। এমনটিই আশঙ্কা করছেন বিক্ষোভকারীরা। তাদের একটাই দাবি বিল মুলতবি না করে বাতিল করতে হবে।