জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব পদে কর্মরত জীবননগর উপজেলার কৃতি সন্তান তসলিমা আক্তার যুগ্নসচিব পদে পদোন্নতি লাভ করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. তমিজুল ইসলাম খান রাষ্ট্রপতির পক্ষে আদেশক্রমে রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। তসলিমা আক্তারের সাথে ১৩৬ জন এ পদে পদোন্নতি লাভ করেছে।
তসলিমা আক্তার জীবননগর উপজেলার আঁশতলাপাড়ার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক মো. হাফিজুর রহমানের স্ত্রী ও হাসাদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত আব্দুস সউফ এর জেষ্ঠ্য কন্যা।
১১ তম বিসিএসের প্রশাসন ক্যাডার তসলিমা আক্তার এর পূর্বে স্বাস্থ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ে সহকারী সিনিয়র সচিব পদে কর্মরত ছিলেন। ১ ছেলে ও ২ কন্যা সন্তানের জননী তসলিমা আক্তার জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। এস বি