শিরোনাম
◈ ৩০০ সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ ◈ শেখ হাসিনা পালালেও তার প্রেতাত্মারা রয়ে গেছে: রিজভী ◈ রাশিয়া-ন্যাটো উত্তেজনায় আশঙ্কা: ২০২৬ সালের মধ্যে যুদ্ধের প্রস্তুতি নিতে ফ্রান্সের হাসপাতালগুলোকে নির্দেশ ◈ এজলাসে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর ◈ তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত নিজের, সহায়তা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা ◈ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাপে নিম্নবিত্ত, অসহায় মধ্যবিত্ত ◈ নাটোর থেকে অপহৃত বিকাশ কর্মীকে টাঙ্গাইল থেকে উদ্ধার, জড়িত ভুয়া পুলিশ আটক ◈ ডিমের ডজন ১৫০ টাকা ছাড়ালেই আমদানির অনুমতি দেবে সরকার ◈ বর্ণবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান ফিফার: আর্জেন্টিনাসহ ছয় দেশকে বড় অঙ্কের জরিমানা ◈ সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় ৪৯তম স্থানে বাংলাদেশের আজিজ খান, সম্পদ ১.১ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫২ বিকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা মডার্ন হাই স্কুলে বর্ণাঢ্য আয়োজনে "ব্রিলিয়ান সেলিব্রেশন" অনুষ্ঠান

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা: কুমিল্লা মডার্ন হাই স্কুলে এক বর্ণাঢ্য আয়োজনে "ব্রিলিয়ান সেলিব্রেশন-২০২৫" অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় স্কুলের নিজস্ব অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সম্মানিত ডেপুটি কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেট, কুমিল্লা মডার্ন হাই স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মো. আমিরুল কায়সার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "শিক্ষা শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ নয়, নৈতিকতা, মানবিকতা ও নেতৃত্ব বিকাশে বিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কুমিল্লা মডার্ন হাই স্কুল তার শিক্ষা কার্যক্রম ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সহায়ক ভূমিকা রাখছে।"

কুমিল্লা মডার্ন হাই স্কুলের প্রধান শিক্ষক (ইনচার্জ) নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী জেলা প্রশাসক (সাধারণ) মো.সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজীব মাহমুদ মিথুন, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

অতিথিবৃন্দ শিক্ষার্থীদের প্রতি উৎসাহব্যঞ্জক বক্তব্য দেন এবং শিক্ষা, প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে একটি আধুনিক প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়