শিরোনাম
◈ ৩০০ সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ ◈ শেখ হাসিনা পালালেও তার প্রেতাত্মারা রয়ে গেছে: রিজভী ◈ রাশিয়া-ন্যাটো উত্তেজনায় আশঙ্কা: ২০২৬ সালের মধ্যে যুদ্ধের প্রস্তুতি নিতে ফ্রান্সের হাসপাতালগুলোকে নির্দেশ ◈ এজলাসে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর ◈ তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত নিজের, সহায়তা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা ◈ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাপে নিম্নবিত্ত, অসহায় মধ্যবিত্ত ◈ নাটোর থেকে অপহৃত বিকাশ কর্মীকে টাঙ্গাইল থেকে উদ্ধার, জড়িত ভুয়া পুলিশ আটক ◈ ডিমের ডজন ১৫০ টাকা ছাড়ালেই আমদানির অনুমতি দেবে সরকার ◈ বর্ণবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান ফিফার: আর্জেন্টিনাসহ ছয় দেশকে বড় অঙ্কের জরিমানা ◈ সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায় ৪৯তম স্থানে বাংলাদেশের আজিজ খান, সম্পদ ১.১ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোর থেকে অপহৃত বিকাশ কর্মীকে টাঙ্গাইল থেকে উদ্ধার, জড়িত ভুয়া পুলিশ আটক

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পুলিশ পরিচয় দিয়ে এক বিকাশ কর্মীকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে ওই বিকাশ কর্মীর মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে আটক করা হয় এক ভুয়া পুলিশকে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাঝগাঁও নটাবাড়িয়া এলাকা থেকে অপহরণ করা হয় তাকে এবং পুলিশের তৎপরতায় আড়াই ঘন্টা পর বেলা ১২টার দিকে টাঙ্গাইল থেকে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

অপহরণের শিকার ওই বিকাশ কর্মীর নাম আতিকুর রহমান তারেক। সে উপজেলার বড়াইগ্রাম পৌর শহরের লক্ষীকোল এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। আটককৃত ওই ভুয়া পুলিশের নাম সালেহ আহমেদ (৪০)। সে কুমিল্লার লাকসাম এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকালে বিকাশ কর্মী আতিকুর উপজেলার বনপাড়াস্থ বিকাশ অফিস থেকে মৌখাড়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে নটাবাড়িয়া জামে মসজিদ এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা সাদা হাইয়েচ মাইক্রোবাস থেকে নেমে পুলিশ পরিচয়ে কয়েকজন তার পথ রোধ করে এবং তাকে তুলে নিয়ে চলে যায়।

এ সময় অপহরণকারী দলের সদস্য সালেহ আহমেদ ওই বিকাশ কর্মীর মোটরসাইকেলটি নিতে গেলে স্থানীয়দের সন্দেহ হয় এবং আটক করে পুলিশকে খবর দেয়। পরে বড়াইগ্রাম থানা পুলিশ ভুয়া পুলিশকে আটক করে থানায় নিয়ে আসে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, এ ঘটনা জানার পর দ্রুত চেষ্টা চালানো হয় সাদা মাইক্রোবাসটি সনাক্ত করতে এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধার করতে।

পরে টাঙ্গাইল থানা পুলিশ থেকে জানায় অপহৃত ব্যক্তিটিকে হ্যান্ডকাপ পরা অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে সাদা মাইক্রোবাসটির সন্ধান পাওয়া যায়নি। ওসি আরও জানান, সংঘবদ্ধ এই চক্রটিকে ধরতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়