শেখ নাঈমা জাবীন : গত পাঁচ বছর ধরে তিনি সংসদ অধিবেশনে যোগ দিতে এসেছেন সাইকেলে চেপেই। এবার নরেন্দ্র মোদির নয়া মন্ত্রিসভায় শপথ নিতেও বৃহস্পতিবার সাইকেলে চেপেই এলেন মনসুখলাল মান্ডাভিয়া। বর্তমান
গুজরাতবাসী ৪৭ বছরের মনসুখ এর আগে মোদি সরকারের রাষ্ট্রমন্ত্রী ছিলেন। এবারেও তাঁকে শপথগ্রহণের জন্য আহ্বান জানানো হয়। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদিজি এবং অমিত শাহজি ফের আমার উপর আস্থা রেখেছেন এবং সরকারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমি তাঁদের দু’জনের প্রতি কৃতজ্ঞ।’ সম্পাদনা : কায়কোবাদ মিলন