মুহাম্মদ ইলিয়াস হোসেন, ঢাবি : ৩০ মে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের(ডাকসু) বাজেট অধিবেশন ও কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হবে। বিষয়টি ডাকসুর জিএস গোলাম রাব্বানী নিশ্চিত করেছেন।
সভায় বাজেট প্রণয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সম্মাননা পদ প্রদান, শিক্ষার্থীদের স্বাস্থ্যবীমায় আনয়ন প্রসঙ্গ, ক্যাম্পাসে গণপরিবহন নিয়ন্ত্রণ ও রিক্সাভাড়া নির্ধারণসহ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সম্পর্কিত অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও কার্যপ্রক্রিয়া নির্ধারণ করা হবে বলে জানা গেছে।