শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৩:৫৩ রাত
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংখ্যালঘু বহুল এলাকাগুলোতে ৫০ শতাংশেরও বেশি আসন পেয়েছে বিজেপি

লিহান লিমা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির বিরুদ্ধে সংখ্যালঘু বিরোধীতার অভিযোগ রয়েছে। এদিকে লোকসভা নির্বাচনে ৯০টি সংখ্যালঘু বহুল এলাকায় ৫০ শতাংশেরও বেশি আসনে জয়লাভ করেছে দলটি। ইয়ন
২০০৮ সালে একটি প্রকল্পের অধীনে ৯০টি সংখ্যালঘু জেলা চিহ্নিত করে এই সংখ্যালঘু জেলাগুলোর স্বীকৃতি দিয়েছিল সাবেক কংগ্রেস সরকার। তাঁদের উদ্দেশ্য ছিল ওই জেলাগুলোতে, শিক্ষা, স্বাস্থ্য এবং উন্নয়ন পৌঁছে দেওয়া। সংখ্যালঘু স¤প্রদায় বহুল হওয়ার সাথে সাথে এই জেলাগুলোয় আর্থিক-সামাজিক ও মৌলিক সুবিধার সূচকগুলি জাতীয় গড়ের চেয়ে কম।

এরকম ৭৯ নির্বাচনী এলাকায় বিজেপি ৪১ টি আসন জিতেছে, যেটা ২০১৪ এর তুলনায় সাতটি আসন বেশি। কংগ্রেসের খাতায় যুক্ত হওয়া আসন গতবারের তুলনায় অর্ধেক হয়ে গেছে। কংগ্রেস ২০১৪ সালে সেখান থেকে ১২ টি আসনে জয়লাভ করেছিল। বিশ্লেষকেরা জানান যে, এবার নির্বাচনে মুসলিম ভোটারেরা কোন এক প্রার্থী, এক দল এরপক্ষে একত্রিত হয়ে ভোট দেয়নি। আরেকদিকে জোটের ২৭ জন মুসলিম প্রার্থী এইবারের লোকসভা আসনে জয়লাভ করেছে। যদিও বিজেপির ছয়জন মুসলিম প্রার্থীর মধ্যে মাত্র একজনই জয় পেয়েছে।

জয়ী মুসলিম এমপিদের মধ্যে তৃণমূলের পাঁচ, কংগ্রেসের চার, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, ন্যশানাল কনফারেন্স এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের তিনজন করে, আসাদউদ্দিন ওয়াইসীর দুজন প্রার্থী, এনসিপি, সিপিআইএম, এআইইউডিএফ এর একজন করে এমপি হয়েছেন।

সংখ্যালঘু জেলাগুলোর মধ্যে বিজেপি সর্বাধিক আসন পশ্চিমবঙ্গ থেকে পেয়েছে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, মালদা জেলার উত্তর মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলার বালুরঘাট, বাঁকুড়া, বিষ্ণুপুর, হুগলী, বর্ধমান-দুর্গাপুর আসনেও বিজেপি প্রার্থী জয়লাভ করেছেন। বিহারের সংলঘু বহুল সাতটি আসনে বিজেপির প্রার্থীরা জয় পেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়