শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৬:১৮ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার আসল অস্ত্র ম্যাক্সওয়েল : কামিন্স

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার শুর হওয়া বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়া। দুর্দান্ত ছন্দে আছে পুরো দল। আর বিশ্বকাপে অজি শিবিরের অন্যতম তুরুপের তাস হয়ে উঠতে পারেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এ কথা মনে করেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক প্যাট কামিন্স।

বিশ্বকাপ খেলতে আসার আগে ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। যেখানে গুরুত্বপূর্ণ ভ‚মিকা নিয়েছিলেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপ শুরুর আগে ল্যাঙ্কাশায়ারে কিছু দিন খেলেও গিয়েছিলেন তিনি। যে কারণে মনে করা হচ্ছে, ইংল্যান্ডের পরিবেশে তার খেলার অভিজ্ঞতা কাজে লাগবে।

কামিন্স বলেছেন, ‘গত কয়েক মাসে অনেক ম্যাচ ব্যাট হাতে একাই ঘুরিয়ে দিয়েছে ম্যাক্সওয়েল। পাশাপাশি প্রয়োজনে দশটি ওভার করে দেওয়ার ক্ষমতাও আছে ওর।’

পেস বোলার আরো বলেন, ‘ম্যাক্সওয়েলের ফিল্ডিংটাও হিসেবের মধ্যে রাখতে হবে। ও দারুণ ক্যাচ নিতে পারে, অসাধারণ দক্ষতায় রান আউট করতে পারে। ম্যাক্সওয়েল থাকা মানেই ও ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটি ব্যাপারেই দলকে সাহায্য করতে পারবে। যে কোন কঠিন পরিস্থিতি দেখা দিলে আপনি ম্যাক্সওয়েলের উপরে ভরসা রাখতে পারবেন। ও এমনিতে আমাদের ৬ নম্বর বোলার। কিন্তু নিজের দিনে দশ ওভার অনায়সে করে দিতে পারবে। ম্যাক্সওয়েল এখন খুব ভাল ফর্মে আছে।’

এছাড়া বিশ্বকাপের আগে প্রস্তুতি নিয়ে তিনি আরো বলেন, ‘গত কয়েক মাস ধরে আমরা ধারাবাহিক ভাবে ভাল ক্রিকেট খেলে চলেছি। টেস্ট থেকে ওয়ানডে ক্রিকেটে মানিয়ে নেওয়াটা সোজা নয়। সেটা করতে হয়েছে। গত ৬ মাসে আমরা একটা ভাল দল তৈরি করতে পেরেছি। যেখানে সবাই সবার ভ‚মিকাটা জানে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়