আব্দুর রাজ্জাক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গত ১৫ মার্চ দুটি মসজিদে মুসুল্লিদের ওপর উগ্রশ্বেতাঙ্গ জঙ্গি ব্র্যান্টন ট্যারান্টের গুলিতে হতাহতদের জন্য এই অর্থ দেয়া হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় অস্ট্রেলিয়ার বিতর্কিত একজন কট্টর ডানপন্থী সিনেটর বিতর্কিত মন্তব্যের জেরে তার মাথায় ডিম ভেঙ্গে আলোচনায় আসেন উইল কনোলি। তাকে ওই অর্থ ডিম ভাঙ্গার মামলায় আইনি কার্যক্রম পরিচালনার জন্য দেয়া হয়েছিলো বলে তিনি জানান। রয়টার্স, চ্যানেল নিউজ এশিয়া
১৭ বছর বয়সী বালক উইল কনোলি বলেন, ‘আদালতের মুখোমুখি হওয়া ঠেকাতে আমি আরো প্রায় ৬৯ হাজার ডলার নিয়েছিলাম। ক্রাইস্টচার্চের ক্ষতিগ্রস্তদের জন্য তাও দিয়ে দেয়া হবে। ওই দুর্ঘটনার পর এই অর্থ কিছুটা হলেও ভুক্তভোগীদের দুঃখ হ্রাস করতে সহায়ক হবে।’
অস্টেলিয়ার কট্টর ডানপন্থী সিনেটর ফারাসের অ্যানিংয়ের মাথায় ডিম ভেঙ্গে বালক কনোলি রীতিমত ভাইরাল হয়ে যান এবং রাতারাতি বিখ্যাত হন। এক সাংবাদিক সম্মেলনে সিনেটর অ্যানিং ‘ধর্মান্ধ মুসলিমদের’ নিউজিল্যান্ডে আসার সুযোগ দেয়ায়ই ওই হত্যাকাণ্ড ঘটে বলে মন্তব্য করেন। তার এই বিতর্কিত বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওই বালক তার মাথায় ডিম ভাঙ্গেন।
সিনেটরের মাথায় ডিম ভাঙ্গার ঘটনায় পুলিশ তাকে সতর্ক করে কিন্তু কোনো শাস্তি দিতে পারেনি কেননা, ওই ঘটনার পরই সারা বিশ্ব থেকে তার প্রতি সহানুভূতি ও অর্থ সহায়তার বন্যা বয়ে যায়। সম্পাদনা : রাশিদ রিয়াজ