শিরোনাম
◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির ◈ ওসমান হাদি ইস্যুতে 'সর্বদলীয় প্রতিবাদ সভা'য় বিএনপি ছিল না কেন ◈ গুরুত্বপূর্ণ চার অধিদপ্তরে নতুন ডিজি ◈ রেকর্ড মূল্যে মোস্তাফিজকে দলে ভেড়াল কলকাতা নাইট রাইডার্স ◈ বিগ ব্যাশের অভিষেক ম‌্যা‌চেই দুর্দান্ত রিশাদ হো‌সেন, ‌বো‌লিং‌য়ে রান দেয়ায় কৃপণতা ◈ কয়লা ধুলে ময়লা যায় না, আ. লীগের ক্ষেত্রে তাই হয়েছে: জামায়াত আমির (ভিডিও) ◈ একই দিনে নির্বাচন ও গণভোট, ভোটের গুরুত্ব তুলে ধরলেন ইউনূস (ভিডিও)

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৪:৩৭ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গায়ের জোরে নিজের সন্তানদের প্রার্থী বানানোয় কংগ্রেস নেতাদের সমালোচনা রাহুলের

আসিফুজ্জামান পৃথিল : চরম ব্যর্থতার পর্যালোচনা করতে শনিবার এক বৈঠকে মিলিত হন কংগ্রেস নেতারা। নেতারা সাংবাদিকদের জানিয়েছেন, তাঁরা রাহুলের পদত্যাগের প্রস্তাবকে সর্বসম্মত ভাবে প্রত্যাখ্যান করেছেন। কিন্তু ৪৮ বছরের নেতা পিছিয়ে আসতে চাননা। কংগ্রেসের বাজে ফলাফলের পরে দলের ভেতরেও সমস্যা তৈরি হয়েছে। চার ঘণ্টার বৈঠকে রাহুল গান্ধী কয়েকজন জেষ্ঠ্য কংগ্রেস নেতাকে কড়া কথাও বলেন। সূত্র থেকে জানা যায়, তিনি তাঁদের উদ্দেশে স্পষ্ট ভাষায় বলেন, তাঁরা নিজেদের ছেলেদের নির্বাচনী প্রার্থী হিসেবে ‘পুশ’ করেছেন। এনডিটিভি

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভব যোধপুরে ২.৭ লাখেরও বেশি ভোটে হেরে যান বিজেপি প্রার্থী গজেন্দ্র সিংহ শেখাওয়াতের কাছে। যদিও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে নকুল নাথ ছিনদ্বারা লোকসভা কেন্দ্রে জয়ী হন কংগ্রেসের টিকিটে। পি চিদাম্বরমের ছেলে কার্তি চিদাম্বরমও তামিলনাডুর শিবগঙ্গা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। রাহুলের স্পষ্ট কথার পিছনে অন্যতম কারণ ছিল, তাঁর বিশ্বাসভাজন উপদেষ্টা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার একটি মন্তব্য। দলে স্থানীয় নেতৃত্বকে আরও শক্তিশালী করার ব্যাপারে ওই মন্তব্য করেন সিন্ধিয়া। তবে রাহুল কারও নাম নেননি বলেই জানা গেছে।
স‚ত্র বলছে, পি চিদাম্বরম রাহুলকে পদত্যাগ না করার ব্যাপারে অনুরোধ জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, এর ফলে অনেক সমর্থক, বিশেষত দক্ষিণের, যারা কংগ্রেসকে ভোট দিয়েছে তারা কোনও ‘চ‚ড়ান্ত সিদ্ধান্ত’ নিতে পারে রাহুল পদত্যাগ করলে। রাহুল একথা অবশ্য বারবারই পরিষ্কার করে বলেছেন যে, তিনি মোটেই অদৃশ্য হয়ে যাচ্ছেন না এবং দলের হয়ে তাঁর কাজ তিনি চালিয়ে যাবেন। প্রতিবাদী কংগ্রেস নেতারা প্রশ্ন করেন, ‘যদি তুমি না হও, তবে কে?’' এ প্রসঙ্গে প্রিয়ঙ্কা গান্ধীর নাম উঠে এলে রাহুল বারবার বলতে থাকেন, ‘আমার বোনকে এর মধ্যে টানবেন না।’ তিনি জানিয়ে দেন, ‘এটা জরুরি নয় যে, সভাপতি গান্ধী পরিবারের কাউকেই হতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়