সুস্মিতা সিকদার : রোববার ভোররাতে ইস্পাত বাহী কার্গো সেনশোমারু জাহাজের সাথে অন্য আরেকটি জাহাজ সুমিহোমারুর ধাক্কা লাগলে সেনশোমারু সাগরে ডুবে যায়। ওই জাহাজের ৪ নাবিক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে জাপান কোস্টগার্ড কর্তৃপক্ষ। ইয়ন
কোস্টগার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে ওই দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনার পর সাগরে তেল ছড়িয়ে পড়ে। জাহাজটি ১৬০০ টন ইস্পাত নিয়ে জাপানের পূর্বাঞ্চলীয় কাশিমা থেকে ওসাকার উদ্দেশ্যে রওনা করেছিলো।
নিখোঁজ ব্যক্তিরা সকলেই জাপানের নাগরিক বলে জানিয়েছেন কোস্টগার্ড কর্তৃপক্ষ।