শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ার ইপোর কিলোমিটার ৬ লুমুট মহাসড়কের পেট্রোল স্টেশনের কাছে বিষাক্ত গ্যাসের ইনসেলিংয়ের কারণে একজন বাংলাদেশী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন। ২৫ মে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।
মেরু রায় ফায়ার ও রেসকিউ বিভাগের প্রধান শরদী মুহাম্মদ হালিল জানান, আহত দুজনের মধ্যে একজন স্থানীয় ও অন্যজন বাংলাদেশী। আহতদের রাজা পারমাসুরি বাইনুন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, তিনটি ভূগর্ভস্থ গ্যাস পাইপ রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সময়ে ঘটনাটি ঘটেছে।
শরদী জানান, নিহতের লাশ পুলিশকে হস্তান্তর করা হয়েছে। এখনো তিনজন শ্রমিকের পরিচয় সনাক্ত করা যায়নি।