শিরোনাম
◈ কলকাতার আনন্দপুরে মোমো গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: উদ্ধার একাধিক দেহাংশ, ২০ শ্রমিক নিখোঁজ ◈ রাজশাহী বিভাগে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: শীর্ষে বগুড়া ও রাজশাহী ◈ বাড়িতে চলছে সংস্কারের কাজ, তবে কি দেশে ফিরছেন সাকিব ◈ বিশ্বকাপ ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল বিসিসিআই ◈ প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা ◈ ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাদ, মিরসরাইয়ে অস্ত্র বানাবে বাংলাদেশ ◈ বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করল আইসিসি ◈ বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, ভরিতে বাড়ল ৫ হাজার ২৪৯ টাকা ◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ১১:৫৩ দুপুর
আপডেট : ২৫ মে, ২০১৯, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ নিয়ে টাইগারদের থিম সংটি পছন্দ হয়েছে মাশরাফিদের

নিজস্ব প্রতিবেদক: আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের থিম সং প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুরের বিসিবির সংবাদ সম্মেলন কক্ষে এই থিম সংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

টাইগারদের স্পন্সর লাইফ বয়ের আয়োজনে তৈরি করা হয়েছে এই থিম সংটি। অনুষ্ঠানের এক পর্যায়ে ইংল্যান্ড থেকে সরাসরি ভিডিও কলে যোগ দিয়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার সাথে পুরো বাংলাদেশ দলও ছিল ভিডিওতে।

ভিডিও বার্তায় দলের সদস্যরা সকলের দোয়া প্রার্থনা করার পাশাপাশি থিম সং এর প্রশংসা করেন তিনি। ‘থিম সং কে বানিয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন,’ ভিডিও কলে বলেছেন মাশরাফি।

থিম সং উদ্বোধন করার পর বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে জানিয়েছেন, এবারের বিশ্বকাপে আগের থেকে আরও ভালো করবে বাংলাদেশ। তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন যে বিশ্বকাপে অংশ নেয়া প্রতিটি দলেরই থিম সং আছে। আমরা বাংলাদেশ দলের জন্য এই থিম সংটি করেছি। আর যতগুলো বিশ্বকাপ খেলেছে আমার মনে হয় এবার কেমন যেন একটি সবার প্রত্যাশা যে বাংলাদেশ আগের বিশ্বকাপের থেকে ভালো করবে। বেশি কিছু বলব না। ’

বাংলাদেশ শেষ চারে থাকবে বিশ্বকাপে প্রত্যাশা করে ইউনুস আরও বলেন, ‘১৬ কোটি মানুষের একটি অনুভ‚তি হচ্ছে আমরা নিশ্চয় ভালো করবো এবং সেরা চারের মধ্যে বাংলাদেশ থাকবে। আর আমি মনে করি এই থিম সংটি ১৬ কোটি মানুষের জন্য, ক্রিকেটারদের জন্য, আমাদের জন্য সবার জন্য বড় অনুপ্রেরণার কাজ করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়