আসিফুজ্জামান পৃথিল : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্ত্রী যশোদাবেনের সঙ্গে সম্পর্ক না রাখলে নির্বাচনের ফল প্রকাশের দিন সকাল থেকেই কিছুই খাননি তিনি। স্বামীর জন্য মন্দিরে গিয়ে বসে ছিলেন পুঁজায়। এমনকি সকালে কয়েক ঘণ্টা টেলিভিশনের দিকেও তাকাননি। তার মন্তব্যের জন্য আনন্দবাজার যোগাযোগ করলে, তিনি পত্রিকাটিকে জানিয়েছেন, তিনি অনেক খুশি।
ভোর থেকেই উপবাস ছিলেন যশোদাবেন। পানিও পান করেননি। সকাল ৮টাতে ভোটগণনা শুরু হয়েছে। প্রথম এক ঘণ্টা টিভির দিকে তাকাননি যশোদাবেন। সাড়ে ৮টা নাগাদ বেরিয়ে পড়েছিলেন অম্বাজি মাতার মন্দিরের উদ্দেশে। বড় ভাই অশোক মোদীর উঞ্ঝার বাড়ি থেকে কিলোমিটারখানেক দ‚রেই ওই মন্দির। যশোদাবে ফোনে আনন্দবাজারকে বলেন, ‘আজ বৃহস্পতিবার। গুরুবার। মানে গুরুর দিন। আমি গুরুর জন্য উপবাস আছি। একই সঙ্গে অম্বাজি মাতা এবং মহাকালেশ্বরের জন্যও।’ একটু থেমে বললেন, ‘মোদী সাহেব যাতে ৩০০-রও বেশি আসন নিয়ে ফের সরকারে আসেন, সে জন্য ব্রত করেছি। উপবাস তার জন্যও।’
নির্বাচন চলাকালে আনন্দবাজারের এক প্রতিবেদককে যশোদাবেন বলেছিলেন, তিনি দিনের বেশিরভাগ সময় মন্দিরে কাটান। পুঁজাপাঠ করেন। বলেছিলেন, ‘ওটাই তো আছে জীবনে। ভগবানকে মনপ্রাণ দিয়ে ডাকি।’ ভগবানকে কি বলেন এই প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, ‘সবই ওর (মোদীর) জন্য।’