শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ১১:০৫ দুপুর
আপডেট : ২৩ মে, ২০১৯, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকাল থেকেই উপবাসে ছিলেন মোদীর স্ত্রী

আসিফুজ্জামান পৃথিল : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্ত্রী যশোদাবেনের সঙ্গে সম্পর্ক না রাখলে নির্বাচনের ফল প্রকাশের দিন সকাল থেকেই কিছুই খাননি তিনি। স্বামীর জন্য মন্দিরে গিয়ে বসে ছিলেন পুঁজায়। এমনকি সকালে কয়েক ঘণ্টা টেলিভিশনের দিকেও তাকাননি। তার মন্তব্যের জন্য আনন্দবাজার যোগাযোগ করলে, তিনি পত্রিকাটিকে জানিয়েছেন, তিনি অনেক খুশি।

ভোর থেকেই উপবাস ছিলেন যশোদাবেন। পানিও পান করেননি। সকাল ৮টাতে ভোটগণনা শুরু হয়েছে। প্রথম এক ঘণ্টা টিভির দিকে তাকাননি যশোদাবেন। সাড়ে ৮টা নাগাদ বেরিয়ে পড়েছিলেন অম্বাজি মাতার মন্দিরের উদ্দেশে। বড় ভাই অশোক মোদীর উঞ্ঝার বাড়ি থেকে কিলোমিটারখানেক দ‚রেই ওই মন্দির। যশোদাবে ফোনে আনন্দবাজারকে বলেন, ‘আজ বৃহস্পতিবার। গুরুবার। মানে গুরুর দিন। আমি গুরুর জন্য উপবাস আছি। একই সঙ্গে অম্বাজি মাতা এবং মহাকালেশ্বরের জন্যও।’ একটু থেমে বললেন, ‘মোদী সাহেব যাতে ৩০০-রও বেশি আসন নিয়ে ফের সরকারে আসেন, সে জন্য ব্রত করেছি। উপবাস তার জন্যও।’

নির্বাচন চলাকালে আনন্দবাজারের এক প্রতিবেদককে যশোদাবেন বলেছিলেন, তিনি দিনের বেশিরভাগ সময় মন্দিরে কাটান। পুঁজাপাঠ করেন। বলেছিলেন, ‘ওটাই তো আছে জীবনে। ভগবানকে মনপ্রাণ দিয়ে ডাকি।’ ভগবানকে কি বলেন এই প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, ‘সবই ওর (মোদীর) জন্য।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়