শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৬:৩৯ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুথফেরত জরিপে আতঙ্কিত দেওবন্দ, বিশেষ প্রার্থনা 

ফাতেমা ইসলাম : বুথফেরত জরিপে বিজেপির নিরঙ্কুশ জয়ের আভাসে আতঙ্ক ছড়িয়ে পড়েছিলো ভারতের সংখ্যালঘু মুসলমানদের মধ্যে। এমন বাস্তবতায় ২৩ মে নিজেদের অনুকূলে ফল পেতে বিশেষ প্রার্থনার আহ্বান জানিয়েছেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সিনিয়র আলেম মুফতি মেহমুদ হাসান বুলান্দশাহরি। মুসলিম ধর্মাবলম্বীদের সুন্নি সম্প্রদায়ের কওমি ধারায় উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানটির আলেমের এই পরামর্শ মেনে চলার কথা জানিয়েছেন দেওবন্দ শহরের অন্য আলেমরাও। ভারতের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এই খবর জানিয়েছে। উল্লেখ্য, বিজেপির গত ৫ বছরে নিপীড়নের মুখে পড়ে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ও। গো-রক্ষার নামে মুসলিমদের ওপর বেশকিছু নিপীড়ন ও হামলার পাশাপাশি হত্যাকাণ্ড ও সংঘটিত হয়। সাউথ এশিয়ান মনিটর

দেওবন্দের আলেম মুফতি মেহমুদ বলেন, ফলাফলের যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলমান, মসজিদ ও শিক্ষকদের সুরক্ষায় জোরালো প্রার্থনা করা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, কেউ জানে না কার প্রার্থনা কবুল হবে এবং দেশ সামনে এগিয়ে যাবে। নির্বাচনের ফল ঘোষণার আগ পর্যন্ত আমি সব মসজিদে নিয়মিত নামাজের পর ২৩ মে অনুকূল ফল পেতে বিশেষ দোয়ার আহ্বান জানাচ্ছি। তিন দিন আগে থেকে এই দোয়া শুরু করতে হবে। মুসল্লিদের পাপ মোচনের জন্যও দোয়া করার আহ্বান জানান মুফতি মেহমুদ। তিনি বলেন, আমাদের চারপাশে নানা প্রলোভন রয়েছে। আমাদের অবশ্যই পাপ থেকে মুক্তি চাইতে হবে।

উত্তর প্রদেশের দেওবন্দ শহরে অবস্থিত কওমি ধারার বিশ্ববিদ্যালয় খ্যাত দারুল উলুম মাদ্রাসা। ওই শহরের আলেমরাও মুফতি মেহমুদের আহ্বানকে স্বাগত জানিয়েছেন। দেওবন্দ শহরের একজন আলেম মাওলানা ইসহাক গোরা বলেন, আমরা তার পরামর্শকে স্বাগত জানাই আর সব মুসলমান অবশ্যই ধর্মীয়ভাবে তার পরামর্শ মেনে চলবে। বুথফেরত জরিপের ফল নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়