খালিদ আহমেদ : বান্দরবানে পৌরসভা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর চথোই মং মারমাকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার রাতে ৯টা এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলা রেইছা সদর ইউনিয়নের উজিপাড়া থেকে অস্ত্রের মুখে সশস্ত্র সন্ত্রাসীরা চথোই মং মারমাকে (৪৩) অপহরণ করেছে। এ সময় তিনি নিজ খামার বাড়ি থেকে বান্দবান ফিরছিলেন। অপহৃত ব্যক্তি আওয়ামী লীগের পৌর শাখা কমিটির সহ সভাপতি। খবর পেয়ে ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে অভিযানে নেমেছে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী। সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী জানান, অস্ত্রের মুখে আওয়ামী লীগের নেতাকে অপহরণ করা হয়েছে। অপহৃতকে উদ্ধারে চেষ্টা চলছে।
এদিকে আওয়ামী লীগের পৌর কমিটির সহ সভাপতিকে অপহরণের খবরে রাতেই শত শত নেতাকর্মী রাস্তায় নেমে এসে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছেন।
এদিকে এ ঘটণার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ।