শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৪:৪৫ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরো কাপ বাছাইপর্বে জার্মান দলে নেই মুলার, স্টেগান ও টনি ক্রুস

স্পোর্টস ডেস্ক : আগামী ২০২০ সালে অনুষ্ঠিত হবে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে বড় আসর ইউরো কাপ। যার বাছাইপর্ব মাঠে গড়াবে আগামী মাসে। যেখানে দুটি ম্যাচ খেলবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। দুই ম্যাচের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছেন জার্মান কোচ জোয়াকিম লো। কিন্তু আশ্চর্যজনকভাবে দলে নেই রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টনি ক্রুস এবং বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান।

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি বাড়ানো ক্রুস আছেন মাংশপেশির চোটে। আর বার্সার গোলরক্ষক টের স্টেগান হাঁটুর চোটে ভুগছেন। এদিকে, চোটে পড়লেও স্কোয়াডে রাখা হয়েছে বায়ার্ন মিউনিখের গোলরক্ষক ম্যানুয়েল নুয়েরকে। জার্মানির লিগ জেতা বায়ার্ন মিউনিখের তিন তারকা ম্যাট হুমেলস, থমাস মুলার আর জেরোম বোয়েতাং নেই ঘোষিত স্কোয়াডে। সদ্য ঘোষিত এই দলে ডাক পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা ম্যানচেস্টার সিটির লেরয় সানে আর বরুশিয়া ডর্টমুন্ডের মার্কো রিউসদের।

ইউরো কাপের বাছাইপর্বে জার্মানি খেলবে ‘সি’ গ্রæপে।। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে শুরুটা ভালো করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী ৮ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলারুশের মাঠে আতিথ্য নেবে জার্মানি। এর তিন দিন পর নিজেদের মাঠে এস্তোনিয়ার মুখোমুখি হবে তিনবারের ইউরো চ্যাম্পিয়নরা।

ইউরো কাপের প্রস্তুতি ম্যাচে জার্মানির স্কোয়াড : বার্নাড লিনো, ম্যানুয়েল নুয়ের এবং কেভিন ট্রাপ (গোলরক্ষক), ম্যাথুস জিনটার, মার্সেল হালসটেনবার্গ, লুকাস কোলসটারমান, জোনাস হেক্টর, থিলো কেহের, নিকো সুলজ, নিকলাস স্টার্ক, নিকলাস সুলে, জোনাথন তাহ (ডিফেন্ডার), জুলিয়ান বার্নাড, কাই হার্ভটজ, জুলিয়ান ড্রাক্সলার, সার্জি গার্নবি, লিও গোরেতজা, জশুয়া কিমিচ, ইকালি গুন্ডোগান (মিডফিল্ডার), লেরয় সানে, মার্কো রিউস, টিমো ভার্নার (ফরোয়ার্ড)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়