শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৪:৪৫ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরো কাপ বাছাইপর্বে জার্মান দলে নেই মুলার, স্টেগান ও টনি ক্রুস

স্পোর্টস ডেস্ক : আগামী ২০২০ সালে অনুষ্ঠিত হবে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে বড় আসর ইউরো কাপ। যার বাছাইপর্ব মাঠে গড়াবে আগামী মাসে। যেখানে দুটি ম্যাচ খেলবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। দুই ম্যাচের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছেন জার্মান কোচ জোয়াকিম লো। কিন্তু আশ্চর্যজনকভাবে দলে নেই রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টনি ক্রুস এবং বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান।

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি বাড়ানো ক্রুস আছেন মাংশপেশির চোটে। আর বার্সার গোলরক্ষক টের স্টেগান হাঁটুর চোটে ভুগছেন। এদিকে, চোটে পড়লেও স্কোয়াডে রাখা হয়েছে বায়ার্ন মিউনিখের গোলরক্ষক ম্যানুয়েল নুয়েরকে। জার্মানির লিগ জেতা বায়ার্ন মিউনিখের তিন তারকা ম্যাট হুমেলস, থমাস মুলার আর জেরোম বোয়েতাং নেই ঘোষিত স্কোয়াডে। সদ্য ঘোষিত এই দলে ডাক পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা ম্যানচেস্টার সিটির লেরয় সানে আর বরুশিয়া ডর্টমুন্ডের মার্কো রিউসদের।

ইউরো কাপের বাছাইপর্বে জার্মানি খেলবে ‘সি’ গ্রæপে।। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে শুরুটা ভালো করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী ৮ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলারুশের মাঠে আতিথ্য নেবে জার্মানি। এর তিন দিন পর নিজেদের মাঠে এস্তোনিয়ার মুখোমুখি হবে তিনবারের ইউরো চ্যাম্পিয়নরা।

ইউরো কাপের প্রস্তুতি ম্যাচে জার্মানির স্কোয়াড : বার্নাড লিনো, ম্যানুয়েল নুয়ের এবং কেভিন ট্রাপ (গোলরক্ষক), ম্যাথুস জিনটার, মার্সেল হালসটেনবার্গ, লুকাস কোলসটারমান, জোনাস হেক্টর, থিলো কেহের, নিকো সুলজ, নিকলাস স্টার্ক, নিকলাস সুলে, জোনাথন তাহ (ডিফেন্ডার), জুলিয়ান বার্নাড, কাই হার্ভটজ, জুলিয়ান ড্রাক্সলার, সার্জি গার্নবি, লিও গোরেতজা, জশুয়া কিমিচ, ইকালি গুন্ডোগান (মিডফিল্ডার), লেরয় সানে, মার্কো রিউস, টিমো ভার্নার (ফরোয়ার্ড)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়