মাহফুজ নান্টু : ঈদুল ফিতরের এখনো বাকি চৌদ্দদিন। তার আগেই উৎসবের আমেজে নিজেদের আমোদিত করতে ব্যস্ত হয়ে পড়েছে ধর্মপ্রান মুসলমানরা। সারাদেশের ন্যায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেজে উঠেছে কুমিল্লা মহানগরীর অভিজাত বিপনী বিতান । সেই সাথে নিম্ন আয়ের মানুষজনদের জন্য বিক্রেতারা ফুটপাতজুড়েও বাঁশ- কাঠের ফ্রেমে থরে থরে সাজানো হয়েছে নতুন ঘ্রানের সুন্দর সুন্দর পোষাক।