শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৮:০৭ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার যুক্তরাষ্ট্রের কালোতালিকাভুক্ত হচ্ছে চীনা প্রযুক্তি কোম্পানি হাইকভিশন, পাল্টা নিষেধাজ্ঞা আতঙ্কে মার্কিন কোম্পানিগুলো

আব্দুর রাজ্জাক : চীনের বৃহত্তম মোবাইল কোম্পানি হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা দেয়ার পর এবার দেশটির আরেক প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। বাণিজ্যযুদ্ধের কারণে চীনা ভিডিও নজরদারির প্রযুক্তি নির্মাণ কোম্পানি হাইকভিশন এর ওপরও মার্কিন উপকরণ ও প্রযুক্তি উপাদান ক্রয়ে নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে বলে নিউ ইয়র্ক টাইমস মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়। অন্যদিকে, প্রতিশোধের আগুনে জ্বালার আতঙ্কে রয়েছে চীনে থাকা মার্কিন কোম্পানিগুলো। রয়টার্স, বিবিসি

চীনে মার্কিন কোম্পানিগুলোর উপদেষ্টা হিসেবে কাজ করে এমন একটি কমিটি বলছে, হুয়াওয়ে কাণ্ডে চীনের প্রতিক্রিয়া ও প্রতিশোধের ব্যাপারে তারা উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র হুয়াওয়েকে গত বৃহস্পতিবার মার্কিন প্রযুক্তি ক্রয় থেকে নিষিদ্ধ করে। এতে বিদ্যমান বাণিজ্যযুদ্ধ আরো তীব্র হয়েছে বলে মন্তব্য করেন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান অ্যামচাম চীনা।

অ্যামচাম চীনা বলেন, বেইজিং নিজেদের ২০ হাজার কোটি ডলারের পণ্যে মার্কিন শুল্কারোপের প্রতিশোধ নেয়ার কথা জানিয়েছে কিন্তু তা স্পষ্ট করেনি। তবে সম্ভাব্য পাল্টা ব্যবস্থা এই কোম্পানিগুলো মানিয়ে নিতে পারবে কিনা তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

নিউ ইয়র্ক টাইমস জানায়, গত মাসে ৪০ জন আইনপ্রণেতার স্বাক্ষরিত একটি প্রস্তুাবনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে জমা দেয়া হয়েছে। প্রস্তাবে যুক্তরাষ্ট্র থেকে উপকরণ সংগ্রহ করে তা দিয়ে চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর নজরদারি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। তবে এ বিষয়ে হাইকভিশন কথা বলতে রাজি হয়নি এবং হোয়াইট হাউজও তৎক্ষণাৎ কোনো মন্তব্যের আহ্বানে সারা দেয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়