শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৯:৪১ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালুকায় শিল্প পুলিশ ও ব্যবসায়ীদের মাঝে সংঘর্ষ তিন পুলিশসহ আহত শতাধিক

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি সিডষ্টোর বাজারে ইফতারের সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিল্প পুলিশ ব্যবসায়ীদের উপর হামলা চালিয়ে রণক্ষেত্র সৃষ্টি করে দুই শতাধিক দোকান ভাংচুর, তিন পুলিশ সদস্য সহ শতাধিক ব্যবসায়ী আহত হয়েছে। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সন্ধ্যা ৬.৩৫ হতে রাত ৯.৩৫ পর্যন্ত তিন ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের উদ্দেশে জেলা পুলিশ সুপার আবিদ হাসান বলেন, আপনাদের উপর যে অত্যাচার হয়েছে, আপনাদের যে ক্ষতি হয়েছে, যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ন দায় দায়িত্ব আমরা নিব এবং দোষীদের আইনের আওতায় আনা হবে। মঙ্গলবার ২১মে সকালে শিল্পপুলিশের উর্ধ্বতন কর্মকর্তরা ঘটনাস্থলে আসলে ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ এলাকাবাসীর পক্ষ থেকে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনার সত্যতা যাচাই করতে শিল্পপুলিশের এডিশনাল ডি.আই.জি আওলাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, ব্যক্তির দায় ডিপার্টমেন্ট নিবে না সে যেই হোক আইন অনুযায়ী কঠিন শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে। এসময় শিল্পপুলিশ ময়মনসিংহ জোন ৫এর এসপি শোয়েব আহম্মেদ, এএস পি ফরহাদসহ স্থানীয় ব্যবসায়ী, শ্রমিকনেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়