শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০২:৩৫ রাত
আপডেট : ২০ মে, ২০১৯, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০৬টি আসন নিয়ে সহজেই সরকার গঠন করবে বিজেপি, বলছে বুথ ফেরত সমীক্ষা

লিহান লিমা: সাত দফার লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষে ভারতীয় গণমাধ্যমগুলোর এক্সিট পুলের সমীক্ষা বলছে, বিপুল ভোটে এগিয়ে রয়েছে বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স-(এনডিএ)। সন্ধ্যা সাড়ে ছয়টায় নির্বাচন কমিশন ভোট সমাপ্তির ঘোষণা দেয়ার পরই জরিপে নেমে পড়ে টাইমসনাউ-ভিএমআর, সি-ভোটার, ইন্ডিয়া টুডে-মাই এক্সিট ও পোল অব পোলস। টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু, এনডিটিভি

যৌথ সমীক্ষা বলছে, এনডিএ ৩০৬টি আসন, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ১৩২টি আসন, মহাগোটবন্ধন ২০টি আসন অন্যান্য দলগুলো ৮৪টি আসন পাবে। ভারতের পার্লামেন্টের মোট ৫৪৩টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২৭২টি আসনের। সমীক্ষা বলছে, মূলত উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের আসনগুলোই বিজেপিকে সরকার গঠনে সাহায্য করবে। এদিকে ডিসেম্বরে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্রিশগড়ে জয় পাওয়া কংগ্রেস এবার সেখানে খুব একটা সুবিধা করতে পারবে না।

এর মধ্যে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশে ৮০টি আসনের মধ্যে এনডিএ ৫৪টি, মহাগোটবন্ধন ২০টি ও ইউপিএ ২টি আসন পাবে। মহারাষ্ট্রের ৪৮টি আসনের মধ্যে এনডিএ ৩৮টি ও ইউপিএ ১০টি আসন পাবে। পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে এনডিএ ১১টি, ইউপিএ ২টি ও অন্যান্য ২৯টি আসন পাবে। বিহারের ৪০টি আসনের মধ্যে এনডিএ ৩০টি, ইউপিএ ১০টি আসন পাবে। তামিলনাডুর ৩৮/৩৯টি আসনের মধ্যে ইউপিএ ২৯টি ও এনডিএ ৯টি আসন পাবে। অন্যরাজ্যগুলোর মধ্যে কর্ণাটকের ২৮টি আসনের মধ্যে এনডিএ ২১টি আসন ও ইউপিএ ৭টি আসন পাবে। কেরালার ২০টি আসনের মধ্যে ইউপিএ ১৫টি, এনডিএ ১টি ও অন্যান্য ৪টি আসন পাবে। পাঞ্জাবের ১৩টি আসনে ইউপিএ ১০টি ও এনডিএ ৩টি আসন পাবে।

১১ এপ্রিল শুরু হওয়া সাত দফার এই লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশিত হবে ২৩ মে। এর আগে ২০১৪ সালের এক্সিট পোলের সমীক্ষা বলছিলো, বিজেপি ৫৪৫টি আসনের মধ্যে ২৮৮টি আসন পাবে ও কংগ্রেস ১০২টি আসন পাবে। যদিও পরবর্তীতে এনডিএ ৩৩৬টি আসন ও কংগ্রেস মাত্র ৫৯টি আসন পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়