মুসফিরাহ হাবীব : ভারতে সেরার সেরা চলচ্চিত্র পরিচালকের মধ্যে পড়েন রাজকুমার হিরানি। তার প্রতিটি ছবিতেই থাকে কোনো না কোনো সামাজিক বার্তা যা দর্শকের মন কাড়ে। এবার তিনি পেলেন আন্তর্জাতিক স্বীকৃতি।
মালয়েশিয়া গোল্ডেন গ্লোব অ্য়াওয়ার্ডস-এর বিচারকের মঞ্চে পরিচালক রাজকুমার হিরানিকে করা হয়েছে জুরি প্রেসিডেন্ট।
তৃতীয় বছরে পা দিয়েছে মালয়েশিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২০ জুলাই অনুষ্ঠিত হবে এ উৎসবের গ্র্যান্ড ক্লোজিং সিরেমনি। তার আগেই ভারতীয় চলচ্চিত্র প্রেমীরা পেলেন এ সুখবর।
এ চলচ্চিত্র উত্সব এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজক মালয়েশিয়ার জ্যাজি গ্রুপ। মালয়েশিয়ার প্রতিভাদের এক আন্তর্জাতিক প্ল্যাটফর্ম দেওয়ার জন্যই এ উত্সবের আয়োজন। আগামী ১৪ জুলাই থেকে শুরু হয়ে এ উৎসব চলবে ১৯ জুলাই পর্যন্ত।