আসিফ হাসান কাজল: চাকরি জাতীয়করণের দাবিতে স্মারক লিপি প্রদানের উদ্দেশে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওনা দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরীদের একটি প্রতিনিধি দল।
রোববার (১২ মে) সকালে জাতীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট শেষে গোলাম রসূলের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল তাদের দুর্দশার চিত্র তুলে ধরতে ও দাবি আদায়ের লক্ষ্যে যাচ্ছেন তারা।
এই তথ্য নিশ্চিত করে শাহবাগ থানার পুলিশ পরিদর্শক শেখ আবুল বাশার বলেন, "অবস্থান ধর্মঘট তুলে নিয়ে ৪ জনের একটি প্রতিনিধি দল স্মারক লিপি প্রদান করতে মাননীয় প্রদানমন্ত্রীর কার্যালয়ে যাবেন, তবে এখনো সেই ৪ জনের নাম আমাদের হাতে আসেনি"
দপ্তরী কাম নৈশ প্রহরী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামিম হোসেন জানান, সরকারি ছুটিসহ ঈদের দিনেও আমাদেরকে অফিসে গিয়ে সই করতে হয়। অথচ আমরা নূন্যতম কোন বেতন ভাতা পাচ্ছি না। সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পেশায় নিয়োজিত রয়েছেন ৩৭ হাজার ৭৮৮ জন।
কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মামুন সরকার বলেন, মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা। তিনি আশা প্রকাশ করে বলেন, চাকরি জাতীয়করণ আমাদের দীর্ঘদিনের দাবি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আশু হস্তক্ষেপ করবেন।