ডেস্ক রিপোর্ট : জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে চন্দনপুরা দারুল উলুম মাদরাসা থেকে তাকে হেফাজতে নেয় কোতোয়ালী থানা পুলিশের একটি দল।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান বাংলানিউজকে বলেন, ‘শাহজাহান চৌধুরীকে কয়েকজন সঙ্গীসহ পুলিশ হেফাজতে আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
এর আগে গত বছরের ৩ আগস্ট খুলশি থানার মুরগির ফার্ম থেকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।
শাহজাহান চৌধুরী জামায়াতের সংস্কারপন্থী নেতা হিসেবে গুঞ্জন রয়েছে।
সূত্র :বাংলা নিউজ