শিরোনাম
◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ০১:৪১ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জের ঘোনাপাড়ায় ফুটওভার ব্রিজ আটকে আছে আশ্বাসেই

জাহিদুল ইসলাম: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( বশেমুরবিপ্রবি ) সংলগ্ন ঘোনাপাড়ার চৌরাস্তার সংযোগস্থলটি বর্তমানে ব্যস্ততম মোড়ে পরিণত হয়েছে। সংযোগস্থলটির দুই কিলোমিটারের মধ্যে বশেমুরবিপ্রবিসহ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান,পিটিআই, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল, এসেনশিয়াল ড্রাগ কোম্পানি , সুপার মার্কেট, গোবরা রেলষ্টেশনসহ নব প্রতিষ্ঠিত অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং প্রায় শতাধিক দোকানপাট রয়েছে। কিন্তু এই সংযোগস্থলে কোনো ফুট-ওভার-ব্রিজ না থাকায় পথচারীদের প্রতিনিয়তই জীবনের ঝুঁকি নিয়ে সংযোগস্থলটি পার হতে হচ্ছে। আর এর ফলে প্রায়ই ঘটছে দূর্ঘটনা এবং প্রাণহানি।

গোপালগঞ্জ সদর থানার তথ্যানুযয়ী, শুধুমাত্র ২০১৮ তেই এই সংযোগস্থলে সড়ক দূর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে।

প্রায় পাঁচ বছর ঘোনাপাড়ায় স্টেশনারি দোকান পরিচালনাকারী মিকাইল থান্ডাট জানান, "সড়ক দূর্ঘটনা এখানের সাধারণ বিষয় হয়ে গিয়েছে, প্রতিদিন-ই এখানে একটা দুটো দূর্ঘটনা ঘটে। নিরাপদে সড়ক পার হওয়ার জন্য এখানে ফুট-ওভার-ব্রিজ অত্যন্ত প্রয়োজন"

গতবছর ১৩ জানুয়ারি এ মোড়ে বশেমুরবিপ্রবির মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী চম্পা মন্ডল ট্রলিচাপায় নিহত হয়। এ ঘটনায় ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘোনাপাড়া মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে এবং ওই স্থানে ফুটওভারব্রিজের দাবি জানায়। পরবর্তীতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের উপস্থিতিতে গোপালগঞ্জ জেলা প্রশাসকের নিকট ফুট-ওভার-ব্রিজের দাবিতে একটা চিঠি হস্তান্তর করে এবং জেলা প্রশাসকের আশ্বাসে আন্দোলন বন্ধ করে। তবে ১৫ মাস পেরিয়ে গেলেও ঘোনাপাড়া ফুট-ওভার-ব্রিজের কাজ আটকে আছে আশ্বাসেই।

বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সালমান রহমান বলেন, “ গতবছর ঘোনাপাড়া মোড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর আমরা ওই স্থানে ফুট-ওভার-ব্রিজের জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় প্রশাসনের পক্ষ থেকে এখনো ওভারব্রিজ তৈরির কোনো উদ্যোগ নেয়া হয়নি বরং এর মধ্যে ঘটেছে অনেকগুলো দূর্ঘটনা ”

এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ মোখলেছুর রহমান বলেন, “ আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রেরিত স্মারকলিপি সড়ক ও যোগাযোগ অধিদপ্তরে পাঠিয়েছি কিন্তু এখন পর্যন্ত তাঁরা কোন প্রতিক্রিয়া জানায় নি। আমরা সংশ্লিষ্ট দপ্তরে আবারও এ বিষয়ে চিঠি পাঠাবো এবং যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করবো”

  • সর্বশেষ
  • জনপ্রিয়