মো. কাউছার : মানিকগঞ্জ সদর উপজেলার চর বেউথা গ্রামের ৪ বছরের শিশু সাইফুল হত্যা মামলায় সোহেল নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহানা হক সিদ্দীকা এই রায় দেন। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দন্ডিত করা হয়, অনাদায়ে আরও দুই মাসের সাজার আদেশ দেন আদালত। সময় টিভি
মো. বিল্লালের ছেলে সাইফুল ইসলামকে ২০১৩ বিস্কুট কিনে দেয়ার কথা বলে তাকে বাড়ি থেকে তার বাবার ২২ হাজার টাকা মূল্যের স্মার্ট-মোবাইল নিয়ে আসতে বলে। সাইফুল মোবাইল নিয়ে এলে তাকে নিয়ে চর বেউথা গ্রামের ইউনুসের ক্ষেতে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে শিশুটির লাশ ওই জমিতে পুঁতে রেখে মোবাইলটি নিয়ে যায়।
মামলার বিবরণে জানা যায়, গ্রামের প্রতিবেশীরা সাইফুলকে সোহেলের সাথে যেতে দেখে। পরে গ্রামবাসী সোহেলকে ধরে পুলিশকে খবর দেয়। ঐ রাতে শিশুটির পিতা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় সোহেলকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। পরের দিন সোহেলের স্বীকারোক্তি অনুসারে ওই ক্ষেত থেকে শিশু সাইফুলের লাশ উদ্ধার করে।